ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বছরজুড়ে দেশ ঘুরে

ভিসা প্রক্রিয়া সহজ করে বিদেশিদের আমন্ত্রণ জানান

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৬
ভিসা প্রক্রিয়া সহজ করে বিদেশিদের আমন্ত্রণ জানান ছবি: বাদল, সোহেল, শুভ্রনীল - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পেঁচার দ্বীপ (মারমেইড বিচ রিসোর্ট) থেকে: পর্যটন বিকাশে ইন্দোনেশিয়া তাদের ভিসা প্রক্রিয়া সহজ করেছে। এই খাতের বিকাশে বাংলাদেশকেও এমন উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।



তিনি বলেছেন, ইন্দোনেশিয়া তাদের ভিসা পদ্ধতি সহজ করেছে পর্যটন বিকাশের জন্য। বাংলাদেশেরও এমন কিছু উদ্যোগ নিতে হবে পর্যটক বাড়াতে হলে। এক্ষেত্রে ভিসা প্রক্রিয়া আরও সহজ করতে হবে।

শনিবার (০৯ এপ্রিল) বিকেলে সমুদ্র তীরের মনোরম পরিবেশে গড়ে ওঠা মারমেইড বিচ রিসোর্টে বাংলানিউজের উদ্যোগে আয়োজিত ‘বছরজুড়ে দেশ ঘুরে: কক্সবাজারে পর্যটন’ শীর্ষক বিশেষ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

পর্যটন নগরীর অপার সম্ভাবনা ও বিভিন্ন সমস্যা নিয়ে সপ্তাহব্যাপী বাংলানিউজ কর্মীদের তৈরি বিভিন্ন প্রতিবেদনের ওপর এ আলোচনার আয়োজন করা হয়েছে।

মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, বাংলানিউজের বিশাল টিম কক্সবাজারের পর্যটন নিয়ে সরেজমিন প্রতিবেদন করেছে। আমার জানা মতে আর কোনো মিডিয়া এর আগে এমনটি করতে পারেনি।

ব্যতিক্রমী এই আয়োজনের জন্য বাংলানিউজকে ধন্যবাদও জানান ইউএস-বাংলা এয়ারলাইন্সের এমডি।

তিনি বলেন, ‘প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বাংলাদেশের অনেক জায়গা রয়েছে। এজন্য সৌন্দর্য পিপাসুদের কাছে পর্যটনের অন্যতম আকর্ষণ বাংলাদেশ। কিন্তু অনেক ক্ষেত্রে সৌন্দর্য সঠিকভাবে তুলে ধরা হচ্ছে না। ’

ইউরোপ-আমেরিকার দেশগুলোর কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ইউরোপ-আমেরিকার অনেক দেশের প্রধান আয় পর্যটন। আমাদের বর্তমান সরকারও পর্যটন প্রসারে আন্তরিক। ইউএস-বাংলা পর্যটন প্রসারে স্বাগত জানিয়ে আসছে। ভবিষ্যতে জানাবে। ’

মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, সার্ক প্রতিষ্ঠার এতো বছর পরও আমরা প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভিসা পদ্ধতি সহজ করতে পারিনি। ভিসা প্রক্রিয়া সহজ করার মাধ্যমে পর্যটকদের আমন্ত্রণ জানাতে হবে।

বাংলানিউজের এডিটর ইন চিফ আলমগীর হোসেনের সভাপতিত্বে এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।   বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক ও কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।

এতে আরও অতিথি হিসেবে ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, দৈনিক আজকের কক্সবাজার পত্রিকার সম্পাদক মুজিবুর রহমান চেয়াম্যান, বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা চৌধুরী, মারমেইড ইকো ট্যুরিজম লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আনিসুল হক চৌধুরী প্রমুখ।

‘পর্যটন বছর ২০১৬’ এর শুরু থেকে বাংলানিউজের ‘বছরজুড়ে দেশ ঘুরে’ শিরোনামে যে কর্মসূচি চলছে তারই ধারাবাহিকতায় এবারের আয়োজন ‘কক্সবাজারের পর্যটন’।

এ উদ্যোগের সঙ্গী ইউএস-বাংলা এয়ারলাইন্স, মারমেইড বিচ রিসোর্ট, জেবি গ্রুপ, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও সিটি ব্যাংক লিমিটেড।

আলোচনায় উপস্থিত ছিলেন-বাংলানিউজের হেড অব নিউজ মাহমুদ মেনন, সিনিয়র আউটপুট এডিটর জাকারিয়া মন্ডল, চিফ অব করেসপন্ডেন্টস সেরাজুল ইসলাম সিরাজ, চট্টগ্রাম ব্যুরো এডিটর তপন চক্রবর্তী, স্পেশাল করেসপন্ডেন্ট শামীম খান, স্পেশাল করেসপন্ডেন্ট মবিনুল ইসলাম, স্পেশাল করেসপন্ডেন্ট রমেন দাশগুপ্ত, স্পেশাল করেসপন্ডেন্ট আদিত্য আরাফাত, ওয়েব ইনচার্জ অমিয় দত্ত ভৌমিক, কান্ট্রি এডিটর শিমুল সুলতানা, লাইফস্টাইল বিভাগের এডিটর শারমীনা ইসলাম, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর আসিফ আজিজ, ডেপুটি চিফ অব ফটো করেসপন্ডেন্টস দেলোয়ার হোসেন বাদল, সিনিয়র ফটো করেসপন্ডেন্ট সোহেল সারোয়ার, সিনিয়র করেসপন্ডেন্ট আবু খালিদ, সিনিয়র করেসপন্ডেন্ট শাহজাহান মোল্লা, ইসলাম বিভাগের এডিটর মুফতি এনায়েতুল্লাহ, নিউজরুম এডিটর (ফিচার এডিটর) শুভ্রনীল সাগর,  স্টাফ করেসপন্ডেন্ট সাব্বির আহমেদ, স্টাফ করেসপন্ডেন্ট তাসনীম হাসান, স্টাফ করেসপন্ডেন্ট শেখ জাহাঙ্গীর আলম ও নিউজরুম এডিটর ইসমেত আরা।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৬
এইচএ/

** শুধু হোটেল করলেই বাণিজ্য হয় এই ধারণা ভুল
** বিচে ২৪ ঘণ্টা নিরাপত্তা দেয় ট্যুরিস্ট পুলিশ
** ‘পর্যটনবান্ধব শহর গড়তে সবার সহযোগিতা দরকার’
** নগর পরিকল্পনাবিদদের রোডম্যাপে সাজাতে হবে কক্সবাজার
** কক্সবাজার নিয়ে শতবার্ষিক মহাপরিকল্পনা করতে হবে
** ‘প্রত্যন্ত এলাকা ঘুরে পর্যটন সম্ভাবনা তুলে এনেছি’
** সাগর পাড়ে শুরু বাংলানিউজের ‘কক্সবাজারের পর্যটন’
** বাংলানিউজে কক্সবাজারের পর্যটন চিত্র
** সেন্টমার্টিন যেভাবে যাবেন
** তৃতীয় ধাপে চট্টগ্রাম টিম এখন কক্সবাজারে
** কক্সবাজারে বাংলানিউজের দ্বিতীয় টিম
** বছরজুড়ে দেশ ঘুরে: কক্সবাজারে বাংলানিউজ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বছরজুড়ে দেশ ঘুরে এর সর্বশেষ