ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বছরজুড়ে দেশ ঘুরে

'ঝুলছে' থানচির ঝুলন্ত সেতু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
'ঝুলছে' থানচির ঝুলন্ত সেতু ছবি: আবু বকর

থানচি ঘুরে: দুই দিকে সুউচ্চ পাহাড়। মাঝে গভীর খাদ, রাত-দিন সেই খাদে প্রবল স্রোতে পানি পড়ছে সাঙ্গু নদীতে।

আর সেতু দিয়ে  দুলে দুলে পারাপার হচ্ছেন দু'পাড়ের মানুষ। কিন্তু এখন সেটি  শুধু ঝুলেই আছে, সৌন্দর্য বলতে কিছু নেই। মানুষজনও ঝুঁকি নিয়ে চলতে চান না পথ।

স্থানীয়রা বলছেন, এপাড় ওপাড় পারাপারের জন্যেই প্রথমে এ ঝুলন্ত ব্রিজটি তৈরি করা হয়। পরে তা একটা বিনোদন স্পটে পরিণত হয়। তবে কর্তৃপক্ষের তদারকি না থাকায় তা ভেঙে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, ঝুলন্ত  ব্রিজের উপর কাঠের তক্তাগুলো ভেঙে গেছে। ছিড়ে গেছে ঝুলন্ত তারগুলোও। দু'পাশের ইটের পিলার যেন ঠায় দাড়িয়ে আছে অসহায়ের মতো। পিলারের পাশও যেন আবজনার ভাগার।

দিনমান পারাপার হতে গিয়ে বেশ আতঙ্কে থাকেন শিশু আর বৃদ্ধরা।

একগলির বাজার থানচি বাজার পুবর্ দিকে টি অ্যান্ড টি পাড়াকে যুক্ত করেছে এ ঝুলন্ত ব্রিজ। ঝুলন্ত ব্রিজের পাশেই নতুন আরেকটি সেতু নির্মাণ করা হয়েছে। তবে তা এখনও চালু হয়নি।

স্থানীয় ব্যবসায়ী উলু মিয়া বলেন, যারা নতুন ঘুরতে আসেন তাদের বেশ আগ্রহ এ ঝুলন্ত ব্রিজের প্রতি। পাশে ছন্দাক ঝিরি ঝরনাও ওদিকে।  

'ঝরনায়  যাাওয়া কিংবা ঝুলন্ত ব্রিজ দেখতে  যান অনেকেই। কিন্তু ব্রিজ আর ঝরনায় যাওয়ার সড়ক দেখে হতাশ হন তারা। '

সংস্কার করলে এটি পর্যটক অাকর্ষণে ভূমিকা রাখবে বলে মত দেন তিনি।

ছোট্ট পাহাড়ি জনপদ থানচি, এর পাশ দিয়ে বয়ে গেছে সাঙ্গু। পাহাড়, নদী আর ঝরনা সমৃদ্ধ থানচির রয়েছে পযর্টন সম্ভাবনা। বছরের প্রায় পুরোটা জুড়েই এখানে ঘুরতে আসেন পযর্টকরা।

নাফাকুম, তিন্দুর বড় পাথরসহ অন্যান্য স্পটগুলোর প্রতিও তাদের আগ্রহ থাকে। থানচি উপজেলা সদরে ঝুলন্ত ব্রিজ ও  দেখতে যান তারা।
নাফাকুম যাওয়ার জন্যে থানচি এসেছেন ঢাকার বেসরকারি ব্যাংক কর্মকর্তা পারভেজ রহমান।

তিনি বলেন, শুনেছি থানচিতে ঝুলন্ত সেতু আছে। কিন্তু এসে যা দেখলাম তা খুবই বাজে অবস্থা।

থানচি উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) জাহাঙ্গীর আলম বলেন, থানচির পযটন উন্নয়নে বেশ কিছু পরিকল্পনা আছে। ঝুলন্ত ব্রিজ সংস্কারে উদ্যোগ  নেওয়া হবে।

আরও পড়ুন-

** থানচিতে সম্প্রীতির মেলবন্দন 
** পাহাড় সঙ্গমে মৎস্যে ভরপুর রূপসী কাট্টলী
** খাবারের দামটাই যা বেশি তূর্ণা নিশিথায়
** পাহাড় থেকে বাজারে নেমে গেছে ‘ভাগের মা’ সড়কটি
** ফলদ-বনজে বিমুগ্ধ ফ্রুটস ভ্যালি
** আঁকা-বাঁকা পাহাড়ি পথে
** সুন্দর ঝরনার দুঃখ

বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
এমএ/এআর

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বছরজুড়ে দেশ ঘুরে এর সর্বশেষ