ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষি

নাটোরে ৯০০ কৃষক পেল রোপা আমন ধান ও পেঁয়াজ বীজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
নাটোরে ৯০০ কৃষক পেল রোপা আমন ধান ও পেঁয়াজ বীজ

নাটোর: নাটোরের বড়াইগ্রামে ৯০০ প্রান্তিক কৃষকের মধ্যে রোপা আমন ধানের বীজ ও পিয়াজ বীজ, সারসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

রোববার (১৮ জুন) উপজেলা চত্বরে উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে এইসব প্রণোদনার উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা এসব উপকরণ কৃষকদের হাতে তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহ্দি হাসান।

উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা বাংলানিউজকে জানান, কৃষি প্রণোদনার আওতায় চলতি মৌসুমে উপজেলার ৮০০ জন কৃষককে প্রতিজন ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং ১০০ জন কৃষককে প্রতিজন ১ কেজি পিয়াজের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, পরিমাণ মতো সূতলী, পলিথিন ও বালাইনাশকসহ নগদ দুই হাজার আট শত টাকা দেওয়া হয়। এসব উপকরণ কৃষকরা যথাযথ ব্যবহার করলে কৃষিতে ইতিবাচক ভূমিকা রাখবে ও কৃষকরা লাভবান হবে।  

বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।