ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষি

গ্রা‌মে কৃ‌ষি বি‌নি‌য়োগ বাড়‌ছে: অর্থ প্র‌তিমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, মে ২১, ২০১৭
গ্রা‌মে কৃ‌ষি বি‌নি‌য়োগ বাড়‌ছে: অর্থ প্র‌তিমন্ত্রী অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান/ছবি: জিএম মু‌জিবুর

ঢাকা: গ্রা‌মে এখন কৃ‌ষি বি‌নি‌য়োগ বাড়‌ছে উল্লেখ করে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছে এর পেছনে গ্রা‌মীণ কৃ‌ষির উ‌ল্লেখ‌যোগ্য ভূ‌মিকা রয়েছে। এ ধারা অব্যাহত রাখ‌তে হ‌বে।

রোববার (২১ মে) সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট অব বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত প্রাক বাজেট আ‌লোচনা-২০১৭ আসন্ন বাজেট ও কৃ‌ষিখাত শীর্ষক সে‌মিনা‌রে তিনি এ কথা বলেন।

সে‌মিনা‌রে মূল প্রবন্ধ উপস্থাপন ক‌রেন কৃ‌ষি অর্থনী‌তিবিদ ড. জাহা‌ঙ্গির আলম।

‌ সভাপ‌তিত্ব ক‌রেন কৃ‌ষি‌বিদ ইনস্টি‌টিউশন বাংলা‌দে‌শের কৃ‌ষি‌বিদ এ এম এম সা‌লেহ।

বাংলা‌দেশ সময়: ২২৩১ ঘণ্টা, মে ২১, ২০১৭
এসএ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।