ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষি

লক্ষ্মীপুরে উদ্ভাবিত প্রযুক্তি বিষয়ক কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
লক্ষ্মীপুরে উদ্ভাবিত প্রযুক্তি বিষয়ক কর্মশালা উদ্ভাবিত প্রযুক্তি বিষয়ক কর্মশালা

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে উদ্ভাবিত প্রযুক্তির পরিচিতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে বন গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।  

বিএফআরআই’র চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ শহীদ উল্যার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হোমায়রা বেগম।

 

বিশেষ অতিথি ছিলেন- স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মীরশওকত হোসেন, সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহম্মদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামান, লক্ষ্মীপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. মো. সফি উদ্দিন, বিভাগীয় বন কর্মকর্তা ড. ডেইজি বিশ্বাস, ড. মো. মাহবুবুর রহমান, এম জহিরুল আলম ও জেলা তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল-মামুন।

বক্তব্য রাখেন- ফরিদা ইয়াছমিন লিকা, সাংবাদিক মহি উদ্দিন ভূঁইয়া মুরাদ, রবিউল ইসলাম খান, শহিদুল ইসলাম ও ফারুক আহমেদ।  

কর্মশালায় উদ্ভাবিত প্রযুক্তির মধ্যে কঞ্চিকলম পদ্ধতিতে বাঁশচাষ, টিস্যু কালচার পদ্ধতি, মাতৃ বৃক্ষ নির্বাচন, মানসম্মত বীজ উৎপাদন ও সংরক্ষণ, সৌর চুল্লির মাধ্যমে কাঠ শুষ্ককরণ প্রযুক্তি উপস্থাপন করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন- জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, আইনজীবী, সাংবাদিক, স্কুল, নার্সারি মালিক, কাঠ ব্যবসায়ী, করাতকল মালিক ও ফার্নিসার মালিকরা 

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।