ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষি

নরসিংদীতে এবার আলুর বাম্পার ফলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৭
নরসিংদীতে এবার আলুর বাম্পার ফলন আলু তুলছেন কুষকরা

নরসিংদী: নরসিংদীর রায়পুরা, বেলাব, শিবপুর, পলাশ ও মনোহরদী উপজেলায় এবার ডায়মন্ড জাতের আলুর বাম্পার ফলন হয়েছে।

চলতি মৌসুমে নরসিংদী কৃষি কর্মকর্তা ও উপ পরিচালকের দফতর থেকে চাষীদের প্রশিক্ষণ, উন্নতমানের বীজ সরবরাহ ও অন্যান্য লজিস্টিক সাপোর্টে পাঁচ উপজেলার ৫০ জন কৃষক ২০০ একর জমিতে ডায়মন্ড জাতের আলু চাষ করেন। এতে আলুর বাম্পার ফলনে তাদের মুখে হাসি ফুটে উঠেছে।

জানা গেছে, নরসিংদীর কৃষি কর্মকর্তা লতা বেনার্জীর উদ্যোগে এ বছর ৫ উপজেলায় কৃষকদের মাঝে প্রশিক্ষণ ও বীজ সরবরাহের ব্যবস্থা করা হয়। ফলে এ বছর প্রতি একরে ৯ থেকে ১০ টন আলু উৎপাদনের আশা করছে আলুবীজ হিমাগার নরসিংদী জোন কর্তৃপক্ষ।

কৃষি কর্মকর্তা লতা বেনার্জী বাংলানিউজকে জানান, বিএডিসি উৎপাদিত আলু কৃষকদের কাছ থেকে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে ক্রয় করে আলুবীজ হিমাগারে সংরক্ষণ করবে।

কৃষকরা জানায়, এবার আলুর ভালো ফলন হওয়ায় অন্যান্য কৃষকরাও আলু চাষে আগ্রহী হয়ে উঠছেন। ফলে আগামীতে আলুচাষ আরো বাড়বে বলে আশা করছেন তারা।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।