ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষি

কৃষকদের সঙ্গে ধান কাটায় অংশ নিলেন জেলা প্রশাসক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
কৃষকদের সঙ্গে ধান কাটায় অংশ নিলেন জেলা প্রশাসক ধান কাটছেন জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী। ছবি: বাংলানিউজ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ইটনা উপজেলার হাওরে কৃষকদের সঙ্গে নিয়ে বোরো জমিতে ধান কাটলেন জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী।

বুধবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের জিওলের বাঁধ পরিদর্শনে গিয়ে তিনি ধান কাটায় অংশ নেন।

জেলা প্রশাসকের সঙ্গে ধান কাটায় অংশ নেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপ সচিব তরফদার আক্তার জামীল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মশিউর রহমান খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা জামাল উদ্দিন ও উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম ঠাকুর।

এর আগে জেলা প্রশাসক ইটনা থানা, উপজেলা ভূমি অফিস, ইটনা মহেশ চন্দ্র শিক্ষা নিকেতন, ইটনা উপজেলা পরিষদ বিদ্যাপীঠ পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।