ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষি

ফলন ভালো হলেও দাম কম হওয়ায় লোকসানে কৃষক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, মে ২৭, ২০১৯
ফলন ভালো হলেও দাম কম হওয়ায় লোকসানে কৃষক ধানের আটি বাধছেন একজন কৃষক। ছবি: বাংলানিউজ

মাদারীপুর: মাদারীপুরে বোরো ধানের ফলন ভালো হলেও দাম কম হওয়ায় হতাশ কৃষকেরা। ধান এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে কৃষকদের। একদিকে দাম কম, অন্যদিকে শ্রমিক দিয়ে ধান কাটলে লোকসানে পড়ার আশঙ্কায় বিপাকে পড়েছেন কৃষকরা।

কৃষকেরা বলছেন, প্রতি মণ ধান ঘরে তুলতে ব্যয় হচ্ছে ৬ থেকে ৭ শত টাকা। অথচ বাজারে এ ধানেরই দাম রয়েছে মাত্র সাড়ে চার থেকে পাঁচশো টাকা।

ধান চাষ করে ভালো ফলন পাওয়ার পরও বিক্রি করে লোকসান গুনতে হচ্ছে কৃষকদের। ফলে ক্ষেতের ধান এখন মাথার বোঝা হয়ে দাঁড়িয়েছে কৃষকের!

জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ক্ষেতভর্তি বোরো ধান। ফলনও ভালো ও ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। বাড়ি বাড়ি চলছে ধান মাড়াইয়ের কাজও। তবে বাজারে দাম কম হওয়ায় আগামিতে ধান চাষ থেকে বিরত থাকার কথাও বলছেন কৃষকরা।

জেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলার কালকিনি, রাজৈর, শিবচর ও সদর উপজেলায় স্থানীয় বোরো ধানের আবাদ হয়েছে ৩ শত ৫৮ হেক্টর জমিতে। বোরো উফশী আবাদ হয়েছে ৩২ হাজার ১শত ৭ হেক্টর জমিতে। বোরো হাইব্রিড চাষ হয়েছে ৩ হাজার ২ শত ১৪ হেক্টর জমিতে। ধানক্ষেত।  ছবি: বাংলানিউজগত বছরের তুলনায় এবার ধানের ফলন ভালো হয়েছে বলে কৃষি কার্যালয় জানায়।

জেলার বিভিন্ন এলাকার কৃষকদের সঙ্গে আলাপ করলে তারা বলেন, গত বছরের তুলনায় এবার বোরো ধানের ফলন ভালো হয়েছে। তবে সমস্যা প্রকট আকার ধারণ করেছে যে, ফসল কাটার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না। প্রতিদিন ৫শ থেকে ৭শ টাকা খরচ হচ্ছে ধান কাটার শ্রমিকদের পেছনে। অথচ বাজারে ধানের দাম নেই বললেই চলে।

কৃষকেরা আরও বলেন, শ্রমিক সংকটে নিজেদেরই ধান কেটে বাড়িতে তুলতে হচ্ছে। সেক্ষেত্রে বেশ কষ্ট পোহাতে হচ্ছে জমির ধান নিয়ে। যদি বাজারে দাম ঠিকমত পাওয়া যেতো তবে এই কষ্ট সার্থক হতো। এ ধরনের হলে ধানের আবাদ থেকে কৃষকেরা বিরত থাকবে আগামীতে।

মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক জিএমএ গফুর বলেন, ধানের ফলন যাতে ভালো হয় সেজন্য আমরা কৃষকদের বিভিন্ন গ্রুপ করে প্রশিক্ষণ দিয়ে থাকি। এ বছরে জেলার সকল উপজেলাই ধানের ফলন খুব ভালো হয়েছে। কিন্তু বাজারে ধানের দাম কম থাকায় কৃষকরা হতাশার মধ্যে আছেন।

বাংলাদেশ সময়: ০৮৪৯ ঘণ্টা, ২৭, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।