ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষি

প্রান্তিক চাষি

কৃষক আবুল কালাম এখন উদাহরণ!

শফিকুল ইসলাম খোকন, উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
কৃষক আবুল কালাম এখন উদাহরণ!

হাতেমপুর এলাকা থেকে ফিরে: নাম আবুল কালাম, বয়স ৬৫ বছর পেরিয়েছে। শরীরে বয়সের ছাপ না পড়লেও মুখমণ্ডলে সহজেই বোঝা যায় তিনি বৃদ্ধের কোঠায়; তবে হাড়ভাঙা কষ্টের কাজ এখনো ছাড়তে পারেনি। তিনি একজন কৃষকের ছেলে আর নিজেই কৃষক পরিচয়ে গর্বিত হন। আর এ কৃষকের কাছে বিভিন্ন এলাকা থেকে এসে পরামর্শ নিয়ে থাকেন। আবুল কালাম এখন সফল চাষি।

উপকূলীয় উপজেলা পাথরঘাটার প্রান্তিক জনপদে কৃষক আবুল কালাম একজন সফল কৃষক হিসেবে পরিচিতি লাভ করেছেন। শিম, লাউ, কপি, চিচিঙ্গা, করলা চাষ করে এলাকায় ব্যাপক সাড়া পেয়েছেন।

পাথরঘাটার কাঁচাবাজারে সবুজ সবজির বেশিরভাগই জোগান দেয় এ কৃষক। চলতি মৌসুমে মাত্র ৪০ দিনে কপি বিক্রি করেছেন ৪৩ হাজার টাকা। খরচ হয়েছে মাত্র ৩ হাজার টাকা।

চলতি মৌসুমের মাত্র ৪০ দিনে আবুল কালাম কপি বিক্রি করেছেন ৪৩ হাজার টাকার।  ছবি: বাংলানিউজ

প্রান্তিক জনপদ সদর পাথরঘাটা ইউনিয়নের হাতেমপুর গ্রাম। যেখানে কয়েক বছর আগেও রাস্তাঘাটে উন্নয়নের ছোঁয়া লাগেনি। এখন এ অঞ্চলে পিচঢালাই রাস্তা। গ্রামে মাঠের পর মাঠ জুড়ে আমনের পাকা ধানের সমারোহ। কিন্তু আমনের পাকা ধানের মধ্যে সবুজের সমারোহে মুগ্ধ না হওয়ার কোনো উপায় নেই। এমন চিত্র দেখেই মোটরসাইকেল থমকে গেল। মাঠজুড়ে শিম, কপি ও লাউয়ের গাছ। দুই একর জমিতে বারো মাসই কোনো না কোনো ফসল ফলান ওই চাষি।

কথা হয় সফল কৃষক আবুল কালামের সঙ্গে। তিনি বলেন,  পড়ালেখা করতে পারিনি তেমন। বাপ-দাদায় কৃষক। পূর্ব পুরুষের পেশা ধরে রাখতেই হলো আমার। আমি বুঝ হওয়ার পর থেকেই কৃষি কাজই করি। দুই একর জমিতে আমি সবজি চাষ করি। শুধু চলতি মৌসুমে মাত্র ৪০দিনে ৩ কাঠা জমিতে কপি চাষ করে ৪৩ হাজার টাকা বিক্রি করেছি। তাতে আমার খরচ হয়েছে মাত্র ৩ হাজার টাকা।

ক্ষেতে কাজ করছেন কৃষক আবুল কালাম।  ছবি: বাংলানিউজ

তিনি আরও বলেন, দুই একর জমিতে আমার ৪টি কৃষি খামার রয়েছে। যা দিয়ে আমি প্রতি বছর ২ লাখ টাকার বেশি আয় করতে পারি। আমার কাছে অনেকেই পরামর্শ নিতে আসেন। তাছাড়া কৃষি অফিসসহ এনজিওদেরও আমি সহযোগিতা বা পরামর্শ পেয়ে থাকি।

পাথরঘাটা পৌর শহরের সার ও কীটনাশক ব্যবসায়ী সিরাজুল হক মোল্লা বলেন, আবুল কালাম একজন সফল কৃষক। ছোট বেলা থেকেই তার সঙ্গে আমার সম্পর্ক,  তারপরে ব্যবসায়ীক সম্পর্ক। অনেক কষ্ট করে তিনি কৃষি কাজ করছেন। তিনি একজন সফল কৃষক এতে কোনো সন্দেহ নেই।

পাথরঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শিশির কুমার বড়াল বলেন, আবুল কালাম একজন সফল চাষি। আমরা সব সময়ই তাকে পরামর্শ দিয়ে থাকি। তাছাড়া তিনি  যেভাবে সবজি চাষ করছেন তার মতো কৃষক নতুন নতুন তৈরি হওয়া উচিত।

বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।