ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষি

শীতের সকালে কৃষাণ-কৃষাণীর ব্যস্ততা

সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২১
শীতের সকালে কৃষাণ-কৃষাণীর ব্যস্ততা শিম গাছ পরিচর্যায় ব্যস্ত কৃষাণী

ঢাকা: শীতকালের ফসলের জন্য বীজ বোনার উপযুক্ত সময় নভেম্বর থেকে জানুয়ারি মাস। শীতকাল শুরু হওয়ার আগ থেকেই কৃষাণ ও কৃষাণীদের ব্যস্ততা বেড়ে যায়।

কারণ শীতের শুষ্ক মৌসুমে জমিতে শীতকালীন সবজি উৎপাদনের উপযোগী সময়। এ সময় বীজ বোনার জন্য চাষের উপযোগী করে জমি তৈরি করা হয়। বীজ বোনার কয়েক সপ্তাহ পর চারা অঙ্কুরিত হওয়ার পর কৃষক-কৃষাণীদের ব্যস্ততা বেড়ে যায় কয়েকগুণ। এ সময় জমিতে সঠিক পরিমাণে সার ও পানি দেওয়ার পাশাপাশি খেয়াল রাখতে হয় পোকা-মাকড় যেন ফসল নষ্ট করতে না পারে। এজন্য কৃষাণ ও কিষাণীরা শীতের সকাল থেকেই উৎপাদিত ফসল পরিচর্যায় দল বেঁধে জমিতে নেমে পড়েন আগাছা বাঁচাই করতে।

আগাছা বাছাইয়ের পর মাটির উর্বরতা বাড়ানোর জন্য জমিতে সার দেওয়া হয়। পরে ফসল বড় হওয়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে কৃষকের স্বপ্ন। শীতের সবজি বিক্রির উপযোগী হলে জমি থেকে তা তুলে স্থানীয় বাজারসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো জন্য ব্যস্ত হয়ে যান কৃষকরা। অবশেষে কৃষকদের কষ্ট স্বার্থক ও স্বপ্ন পূরণ করতে সেই ফসলে গাড়ি চলতে শুরু করে দেশের বিভিন্ন হাট-বাজারে। শুষ্ক মৌসুমে সব জমিতেই শীতকালীন সবজি যেমন-  লাল শাক, ডাটা শাক, মূলা ও মূলা শাক, কলমি শাক, মিষ্টি আলু শাক, ঢেঁড়শ, গাজর, বরবটি, টমেটো, লাউ ও লাউ শাক, শশা, কাঁচকলা, বেগুন, করলা, ধনে পাতা, পুদিনা পাতা ইত্যাদি চাষাবাদ হয়ে থাকে। এছাড়া বিশেষ বিশেষ এলাকা উৎপাদিত হয়ে থাকে খেসারী, কালাই, বাঁধাকপি, ফুলকপি ও সরিষাসহ শীতকালীন বিভিন্ন শাক-সবজি।

ঢাকা কেরানীগঞ্জ থানার কলাতিয়া, শাক্তা, রুহিতপুর ইউনিয়ন ঘুরে পাঠকদের জন্য কৃষাণ ও কৃষাণীদের ব্যস্ততার ছবি তুলেছেন বাংলানিউজের সিনিয়র ফটো করেসপন্ডেন্ট ডি এইচ বাদল।
জমিতে বীজ বুনছেন এক কৃষক

দল বেঁধে লাউ গাছের আগাছা পরিষ্কার করছেন কৃষকরা

মূলা ক্ষেত পরিচর্যায় ব্যস্ত কৃষক

লাউ গাছ পরিচর্যায় ব্যস্ত কৃষকরা

ক্ষেতের পালং শাক তুলতে ব্যস্ত কৃষক ও কৃষাণী

লাউ শাক বিক্রির জন্য বোঝা বাঁধছেন দুই কৃষক

বিক্রির জন্য লাউ শাকের বোঝা মাথায় করে নিয়ে যাচ্ছেন কৃষকরা
বাংলাদেশ সময়: ০৯২৩ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।