ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষি

খাগড়াছড়িতে রাবার চাষিদের কৃষি উপকরণ বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
খাগড়াছড়িতে রাবার চাষিদের কৃষি উপকরণ বিতরণ খাগড়াছড়িতে রাবার চাষিদের কৃষি উপকরণ বিতরণ। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: তিন পার্বত্য জেলার রাবার চাষিদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

রোববার (১৪ মার্চ) সকালে খাগড়াছড়ির পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে কার্যালয়ে বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা।

এসময় বোর্ডের সদস্য ড. প্রকাশ কান্তি চৌধুরী, নির্বাহী প্রকৌশরী মুজিবুল আলম, রাবার বাগান ব্যবস্থাপনা ইউনিটের প্রকল্প ব্যবস্থাপক জ্যোতিষ বসুসহ বোর্ডের অন্যান্য কর্মকর্তা ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

পরে চাষিদের মধ্যে রাবার চাষের জন্য সিলভামিক্স-৪০ নামক ট্যাবলেট সার বিতরণ করা হয়। তিন পার্বত্য জেলার এক হাজার ৬০০ কৃষকের মধ্যে ছয় হাজার পিস করে মোট ১০ লাখ সিলভামিক্স-৪০ ট্যাবলেট বিতরণ করা হবে বলেও জানানো হয়।

৮০ দশকের পর থেকে পাহাড়ে রাবার চাষ শুরু হয়। বর্তমানে তিন পার্বত্য জেলায় মোট ১৩ হাজার ২০০ একর জায়গা জুড়ে রাবার চাষ করা হচ্ছে। এর মধ্যে খাগড়াছড়িতে ১০ হাজার একর, রাঙ্গামাটিতে এক হাজার ২০০ একর এবং বান্দরবানে দুই হাজার একর জায়গায় মোট তিন হাজার ৩০০ পরিবার রাবার চাষের সঙ্গে যুক্ত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
এডি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।