ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষি

ঈশ্বরদীতে কৃষি অফিস উদ্বোধন 

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২১
ঈশ্বরদীতে কৃষি অফিস উদ্বোধন 

পাবনা (ঈশ্বরদী): ‘কৃষিই সমৃদ্ধি, কৃষি হবে দুর্বার’ এ স্লোগানকে সামনে রেখে পাবনার ঈশ্বরদী উপজেলায় কৃষি অফিস ভবন উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় ফিতা কেটে ঈশ্বরদী শহরের প্রাণকেন্দ্র পোস্ট অফিস মোড়ের পাশে উপজেলা পরিষদ এলাকায় উপজেলা কৃষি অফিস ভবন ও কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের ফলক উন্মোচন করে বিশেষ মোনাজাত করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে নবনির্মিত দ্বিতল এ ভবন উদ্বোধন করেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি পাবনার উপ-পরিচালক কৃষিবিদ আব্দুল কাদেরের সভাপতিত্বে এসময় আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, উপজেলা পারিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাঁকলীসহ অনেকে।

ভবন উদ্বোধন অনুষ্ঠানে সামাজিক, রাজনৈতিক, সুশীল সমাজ, কৃষক নেতৃবৃন্দ ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা মিতা সরকার বাংলানিউজকে বলেন, এক কোটি ৪৮ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে পাবনা গণপূর্ত বিভাগের সার্বিক তত্ত্বাবধানে উপজেলা কৃষি অফিস ভবন ও কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের দ্বিতল ভবনের কাজ করা হয়েছে। এতে ঈশ্বরদী উপজেলার কৃষকরা আধুনিক সব সুযোগ নিয়ে উপকৃত হবেন।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।