ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষি

জাওয়াদের প্রভাব

ফরিদপুরে ২০ হাজার হেক্টর ফসল পানির নিচে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২১
ফরিদপুরে  ২০ হাজার হেক্টর ফসল পানির নিচে তলিয়ে গেছে পাকা ধান। ছবি: বাংলানিউজ

ফরিদপুর: ফরিদপুরে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গত তিনদিনের টানা বৃষ্টিতে ফরিদপুরে ২০ হাজার হেক্টর জমি পানির নিচে তলিয়ে গেছে। এতে জমির ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

বিশেষ করে পেঁয়াজ ক্ষেতের। এছাড়াও ক্ষেতে কেটে রাখা পাকা ধান তলিয়ে গেছে। ক্ষতি হয়েছে উঠতি ফসলসহ গমের। ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে জেলা কৃষিবিভাগ।

ফরিদপুর সদর উপজেলা চরমাধবদিয়া এলাকার কৃষক তুহিনুর রহমান বাংলানিউজকে বলেন, অল্প কিছু জমিতে শীতকালের ফসল চাষ করেছিলাম।  কিন্তু দুই দিনের টানা বৃষ্টিতে তার সব শেষ হয়ে গেছে আবার ক্ষেত করতে হবে।

সালথা উপজেলার খোয়ার গ্রামের বাসিন্দা শাহাজুদ্দিন মাতুব্বর বাংলানিউজকে বলেন, জমিতে পেঁয়াজের দানা বুনিয়েছিলাম। তা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে।

ভাঙ্গা উপজেলার চকিঘাটি গ্রামের কৃষক সোহাগ মাতুব্বর বাংলানিউজকে বলেন, আমি কিছু সবজি চাষ করেছিলাম। কিন্তু টানা বৃষ্টিতে সব পানিতে তলিয়ে গেছে।  

একই এলাকার কৃষক মমিন শেখ বলেন, ধান উঠতে আর অল্প দিন বাকি রয়েছে এরই মধ্যে টানা বৃষ্টিতে ক্ষতির শঙ্কা করছি।

ফরিদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. হযরত আলী বাংলানিউজকে বলেন, আমরা কৃষকদের উপদেশ দিচ্ছি, জমিতে ড্রেন কেটে পানি বের করে দিতে। তবে কিছু ফসল পচে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া কৃষকদের ক্ষতির পরিমাণ নিরূপণ করতে কাজ করছি।  

তিনি বলেন, ফরিদপুরে ২০ হাজার হেক্টর ফসলের জমি বৃষ্টির পানিতে ডুবে গেছে। এতে ব্যাপক ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২১

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।