ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষি

৩ মণ ওজনের কচু!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, মার্চ ১, ২০২২
৩ মণ ওজনের কচু!

ব‌রিশাল: বরিশালের উজিরপুর উপজেলায় তিন মণ ওজনের সাহেবী জাতের কচু উৎপাদন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন এক ইলেকট্রিক ব্যবসায়ী।

৩ মণ ওজনের এই সাহেবী জাতের কচুর দৈর্ঘ্য ১১ ফুট ও বেড় আড়াই ফুট।

যা বহনেও কমপক্ষে চারজন লোকের প্রয়োজন হয়। আর এ খবর ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে উৎসুক জনতা ওই বাড়িতে ভিড় জমায়।

জানা গেছে, উজিরপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা খলিলুর রহমান সরদার।  

যিনি ২০১৮ সালে শখের বশে উজিরপুর বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠানের পেছনে একটি সাহেবী জাতের কচুর চারা রোপন করেন।

কচুটির আকার এবং আকৃতি বৃহৎ হওয়ায় কোনোভাবেই এটিকে আর দাঁড় করে রাখা সম্ভব হচ্ছিল না। এরপর সোমবার (২৮ ফেব্রুয়ারি) কচুটিকে গোড়া থেকে কেটে ওজন করা হয়।

এ ব্যাপারে চাষি খলিলুর রহমান জানান, শখের বশবর্তী হয়ে কচুর চারাটি রোপন করেছিলাম। এটি অনেক বড় হওয়ায় খুব আনন্দিত হয়েছি। আগামীতে বেশি করে সাহেবী জাতের কচু লাগানোর চেষ্টা করব।

স্থানীয় পোশাক কারখানার ব্যবসায়ী শামীম হোসেন জানান, এ কচুটির মূল্য অনুমানিক প্রায় ৫ হাজার টাকা হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. তৌহিদ জানান, অতি দ্রুত অফিসের কর্মকর্তাদের পাঠিয়ে খোঁজ-খবর নেওয়া হবে। বৃহৎ আকারের এই কচুটির কথা শুনেছি। সুযোগ পেলে ঢাকা আন্তর্জাতিক কৃষি মেলায় নেওয়ার চেষ্টা করব।

বাংলা‌দেশ সময়: ২১৪৪ ঘণ্টা, মার্চ ০১, ২০২২
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।