ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

সৈয়দপুরে ৬ দিনের ভ্রাম্যমাণ বইমেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
সৈয়দপুরে ৬ দিনের ভ্রাম্যমাণ বইমেলা শুরু

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে ছয় দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা শুরু হয়েছে।  

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে সংষ্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে মেলা আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই বইমেলার উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন।
 
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল রায়হানের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সমাজ সেবা অফিসার নুর মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা মো. একরামুল হক, বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার ইনচার্জ দেবজ্যোতি মণ্ডল, সংগঠক মো. আশরাফুল ইসলাম, বিক্রয় কর্মকর্তা মো. আবুল কাশেম, বোতলাগাড়ী ইউপি সদস্য মো. হারুন-অর-রশীদ, বাঙালিপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুস সালাম মণ্ডলসহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মেলা সংশ্লিষ্ট সূত্র জানায়, বইমেলায় শতাধিক প্রকাশনা সংস্থার প্রায় ১০ হাজার বিভিন্ন ধরনের বই রয়েছে। দেশি-বিদেশি লেখকদের বিভিন্ন বিখ্যাত উপন্যাস, গল্প, রম্য রচনা, কবিতা, ভ্রমণ কাহিনী, নাটক, শিশুতোষ, প্রবন্ধ, সায়েন্স ফিকশন, ভৌতিক উপন্যাস, রূপকথা, অনুবাদ গ্রন্থ,স্বাস্থ্য-চিকিৎসা বিষয়ক, রান্না বিষয়ক, কম্পিউটার, অভিধান, ভাষা শেখাসহ নানা ধরনের বই পাওয়া যাচ্ছে ভ্রাম্যমাণ বই মেলায়।

বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বই মেলার ইনচার্জ দেবজ্যোতি মণ্ডল জানান, ছয় দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা প্রতিদিন সকাল ১১টা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকছে।  

আগামী ২ জানুয়ারি পর্যন্ত বইমেলা চলবে। এতে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বইয়ে শতকরা ৩০ শতাংশ, বাংলাদেশি অন্যান্য প্রকাশনী সংস্থার বইয়ে শতকরা ২৫ শতাংশ কমিশনে এবং ভারতীয় বইয়ের গায়ে লেখা দামের এক রুপি অর্থাৎ বাংলাদেশি টাকায় দেড় গুন বেশি দামে বিক্রি করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।