ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

মাদারীপুরে ২ দিনব্যাপী সাহিত্যমেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৩
মাদারীপুরে ২ দিনব্যাপী সাহিত্যমেলা শুরু কথা বলছেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। 

মাদারীপুর:‍ মাদারীপুরে শুরু হয়েছে দুই দিনব্যাপী জেলা সাহিত্যমেলা।

জেলা পর্যায়ের সাহিত্যিকদের পরিচয় ও তাদের সৃষ্টিকর্ম সবার কাছে তুলে ধরার মাধ্যমে নতুন প্রজন্মকে সাহিত্যচর্চায় উদ্বুগ্ধ করতে এ মেলার আয়োজন।

 

রোববার (২৯ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জেলা শিল্পকলা একাডেমিতে এ মেলার উদ্বোধন করা হয়।  

জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সভাপতি ও কথাসাহিত্যিক সেলিনা হোসেন।  

এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাফরিজা শ্যামা।  

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলা একাডেমির গবেষণা উপবিভাগের উপ-পরিচালক ড. তপন বাগচী।  

বক্তারা বলেন, ‘সাহিত্যচর্চায় মাদারীপুর জেলা বেশ সমৃদ্ধ। বিভিন্ন সময়ে এখানে নানা কবি ও সাহিত্যিক জন্মগ্রহণ করেছেন। মহাকবি আলাওলসহ বিশিষ্ট সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম এই মাদারীপুরেই। ’

এ সময় বক্তারা আরও বলেন, ‘সাহিত্যচর্চার মাধ্যমেই আগামী প্রজন্ম প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠবে। সমাজ থেকে বৈষম্য ও সাম্প্রদায়িকতা দূর হবে। ’

এ সময় তিনটি বিষয়ভিত্তিক প্রবন্ধ পাঠ করেন প্রবন্ধকার ইয়াকুব খান শিশির, সুবল বিশ্বাস ও মাসুদ সুমন। ’

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।