ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

শিশু একাডেমিতে ছয় দিনব্যাপী নাট্যোৎসব 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২৩
শিশু একাডেমিতে ছয় দিনব্যাপী নাট্যোৎসব 

ঢাকা: ‘শিশুর জন্য বিনিয়োগ করি, ভবিষ্যতের বিশ্ব গড়ি’ - এই প্রতিপাদ্য নিয়ে উদযাপিত হচ্ছে এবারের বিশ্ব শিশু দিবস।  

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৩ উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি আয়োজন করেছে প্রথম শিশু নাট্যোৎসব।

মঙ্গলবার (৩ অক্টোবর) থেকে রোববার (৮ অক্টোবর) ৫টি স্কুল ও শিশু একাডেমির অংশগ্রহণে এ নাট্যোৎসব অনুষ্ঠিত হবে।  

শিশু নাট্যোৎসবের প্রথম দিন মঙ্গলবার মঞ্চস্থ হবে বর্ণমালা থিয়েটার, লালমনিরহাটের প্রযোজনায় নাটক ‘অবাক জলপান’। রচনা সুকুমার রায় এবং নির্দেশনা দিয়েছেন মতিয়ার রহমান।  

বুধবার (৪ অক্টোবর) দ্বিতীয় দিনে মন সুস্থ হবে উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রযোজনা প্রকৃতি। মূলভাবনা আহসান খান। পান্ডুলিপি জয়া মারিয়া কস্তা ও দেবলীনা চন্দ্র দৈবী। নাটকটির নির্দেশনা দিয়েছেন ইফতি শাহরিয়ার রাইয়ান।  

নেত্রকোনার বিদ্যাভুবন প্রযোজিত নাটক চিরায়ত বাংলা মঞ্চস্থ হবে উৎসবের তৃতীয় দিন ৫ অক্টোবর। রচনা ও নির্দেশনা দিয়েছেন শেখ আল মামুন।

ঢাকা রেসিডেনসিয়াল কলেজের প্রযোজনায় নাটক ডাকঘর মঞ্চস্থ হবে আগামী ৬ অক্টোবর। রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, নির্দেশনা দিয়েছেন মৌসুমী আক্তার এবং খন্দকার রাকিবুল হক।  

উৎসবের ৫ম দিনে মঞ্চস্থ হবে স্কুলাসটিকা স্কুলের শিক্ষার্থীদের প্রযোজনায় নাটক তাসের দেশ। রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, নাটকটি নির্দেশনা দিয়েছেন সানী ঘোষ রবি।  

উৎসবের সমাপনী দিনে মঞ্চস্থ হবে শিশু একাডেমি থিয়েটারের দ্বিতীয় প্রযোজনা আনন্দ। রচনা আনজীর লিটন। নাটকটি নির্দেশনা দিয়েছেন মনামী ইসলাম কনক এবং মো. মনিরুজ্জামান। দেহ বিন্যাস সংগীতা চৌধুরী।  

প্রথমবারের মতো আয়োজিত শিশু নাট্যোৎসবে প্রতিদিন বিকেল পাঁচটায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে নাটকগুলো মঞ্চস্থ হবে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২৩
এইচএমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।