ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

আজ মহাকবি কায়কোবাদের ১৬৭তম জন্মবার্ষিকী  

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৪
আজ মহাকবি কায়কোবাদের ১৬৭তম জন্মবার্ষিকী   মহাকবি কায়কোবাদ

নবাবগঞ্জ (ঢাকা): আজ ২৫ ফেব্রুয়ারি মহাকবি কায়কোবাদের ১৬৭তম জন্মবার্ষিকী।  কবি কায়কোবাদ ১৮৫৭ খ্রিস্টাব্দের ২৫ ফেব্রুয়ারি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার আগলা পূর্বপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।



মহাকবি ১৯৫১ সালের ২১ জুলাই বার্ধক্য জনিত কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। পুরাতন আজিমপুর কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।

১৯০৪ সালে অমর কাব্যগ্রন্থ মহাশ্মশান লিখে মহাকবি উপাধিতে ভূষিত হয়েছিলেন কায়কোবাদ। এ রকম অসংখ্য কবিতাসহ আধুনিক শুদ্ধ বাংলায় গীতিকাব্য, কাহিনীকাব্য, কাব্য উপন্যাস রচনা করে গেছেন তিনি।

এ উপলক্ষে কবির জন্মভূমি ঢাকার নবাবগঞ্জ উপজেলায় শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে আগলা মহাকবি কায়কোবাদ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে আট বিশিষ্টজনকে কায়কোবাদ পদক দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৪ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।