ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

‘অবরুদ্ধ সময়ের কবিতা’ পাঠ, শিল্পাঙ্গনে ফ‍্যাসিবাদের দোসরদের অপসারণ দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২৪
‘অবরুদ্ধ সময়ের কবিতা’ পাঠ, শিল্পাঙ্গনে ফ‍্যাসিবাদের দোসরদের অপসারণ দাবি

ময়মনসিংহ: ময়মনসিংহে অবরুদ্ধ সময়ের স্মৃতিতর্পণ ও ফ্যাসিবাদবিরোধী কবিতাসংকলন ‘অবরুদ্ধ সময়ের কবিতা’র পাঠ ও পর্যালোচনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দেশের শিল্পাঙ্গন থেকে ফ‍্যাসিবাদের দোসরদের অবিলম্বে অপসারণের দাবি উঠেছে।

 

শুক্রবার (৪ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত ময়মনসিংহ সিটি করপোরেশন মিলনায়তনে অনুষ্ঠিত কবিতা পাঠ ও পর্যালোচনা সভায় এই দাবি জানান কবি-সাহিত্যিকরা।  

সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন কবি ও ‘অবরুদ্ধ সময়ের কবিতা’র সম্পাদক এহসান হাবীব। অংশ নেন কবি ও গীতিকার শহীদুল্লাহ ফরায়েজী, কবি ও মিডিয়া ব্যক্তিত্ব সায়ন্থ সাখাওয়াৎ, কবি সরকার আজিজ, কামরুজ্জামান কামু, মালেকুল হক, আবু বকর ‍সিদ্দিক রোমেল, মোস্তফা তারেক, পলিয়ার ওয়াহিদ, রোমেনা আফরোজ, মুহিবুর রহিম, অনুপ সাদি, শাদমান শাহিদ, মুহাম্মদ মোস্তাকিম বিল্লাহ, সুফি সুফিয়ান, শামশাম তাজিল, সানোয়ার রাসেল, সাম্য শাহ, সাইয়েদ জামিল, জব্বার আল নাঈম, সানাউল্লাহ সাগর, বায়েজিদ বোস্তামী, শাহেরীন আরাফাত, রাশেদ শাহরিয়ার, শফিক সাঁই, আহমেদ ইসহাক, মিলু হাসান, ওয়াহিদ রোকন, নকিব মুকশি, সালেহীন শিপ্রা, রইস মুকুল, তাজ ইসলাম, রহমান মাজিদ, তারিক ফিজার, লাবীব ওয়াহিদ, রাসেল মিয়া, আকিব শিকদার, দিপু রহমান, সাজ্জাদ হোসেন, তানজিদ আহমেদ, রুবেল মিয়া, সজিব আকন্দ, ফেরদৌসুল মনীরা লাবনী, আরাফাত রিকলে, এসএম রায়হান, তৌহিদুজ্জামানসহ অনেকে।

শহীদুল্লাহ ফরায়েজী বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে যত শিশু, নারী, শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষ নিহত হয়েছেন, পৃথিবীর কোনো বিপ্লবে এত মানুষ মরেনি। অথচ আওয়ামী লীগের অনেকে এখনো গণহত্যা স্বীকার করে না। কিন্তু আমরা দেখেছি ফ‍্যাসিস্ট শেখ হাসিনা গুলি করে হত্যা করে ক্ষমা তো দূরের কথা শোকও প্রকাশ করেনি।

সায়ন্থ সাখাওয়াৎ বলেন, ফ্যাসিবাদের পতনের মাধ্যমে দেশে সাময়িক সময়ের জন্য যে নিঃশ্বাস ফেলার সুযোগ তৈরি হয়েছে তা যেন ফ্যাসিস্টের কোনো স্থাপনের মাধ্যমে আবারও রোহিত না হয়। সে ব্যাপারে ছাত্র-জনতা, রাজনীতিবিদ, কবি, লেখক, সাংবাদিক ও পেশাজীবীদের সতর্ক থাকতে হবে।  

তিনি আরও বলেন, পতিত ফ্যাসিবাদ ও গণহত্যাকারী যারা পালিয়ে যায়, তাদের আর রাজনীতি করার অধিকার থাকে না। দেশের মানুষ তাদের গ্রহণ করে না।  

এহসান হাবীব বলেন, বিগত ফ‍্যাসিস্ট সরকার লাগামহীন গুম-খুনের নেতৃত্ব দিয়েছে। ওই সময়ে আমাদের জানমালের নিরাপত্তা ছিল না। তখন জীবনের ঝুঁকি নিয়ে ফ‍্যাসিবাদবিরোধী কবিরা ‘অবরুদ্ধ সময়ের কবিতা’য় কথা বলেছেন ফ‍্যাসিবাদের বিরুদ্ধে।  

বক্তারা অবিলম্বে শিল্প-সাহিত্যাঙ্গনে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন করা হয়েছে।  

তারা অবিলম্বে শিল্পকলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক ও পরিচালকের নিয়োগ বাতিলের দাবি জানান।  

বক্তারা আরও বলেন, প্রশাসনে আওয়ামী দোসরদের এখনো প্রাইজ পোস্টিংসহ বিভিন্ন জায়গায় পদায়ন করা হচ্ছে।  এখনো অনেকেই প্রশাসনে বহাল তবিয়তে রয়ে গেছে। একই সঙ্গে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া রাতের ভোটের কারিগর হয়ে বহাল তবিয়তে রয়ে গেছেন প্রশাসনের গুরুত্বপূর্ণ স্থানে। অবিলম্বে তাকেও অপসারণ করতে হবে।  

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২৪
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।