ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার আহ্বায়ক কমিটি গঠন 

ডিস্ট্রিক্ট  করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৪
ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার আহ্বায়ক কমিটি গঠন  তৌহিদুল ইসলাম স্ট্যালিন ও হাসানউজ্জামান

ফরিদপুর: ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার নতুন কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন সাংস্কৃতিক সংগঠক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম স্ট্যালিন।  

সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ফরিদপুরের আদালত পাড়ায় স্বাধীনতা চত্বর সংলগ্ন নিজস্ব কার্যালয়ে এক সভা করে আহ্বায়ক কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেছে বিদায়ী কমিটি।

 

নবগঠিত নয় সদস্যের আহ্বায়ক কমিটির অন্যরা হচ্ছেন- সদস্য সচিব হাসানউজ্জামান এবং সদস্য যথাক্রমে আবু সুফিয়ান চৌধুরী কুশল, খন্দকার মাহফুজুল আলম মিলন, মো. আলাউদ্দিন, জাহাঙ্গীর খান, ম. নিজাম, তন্ময় সরকার অঞ্চল ও মোহাম্মদ দিদারুল করিম।  

আহ্বায়ক কমিটি যৌক্তিক সময়ের মধ্যে সংস্থাটির গঠনতন্ত্র পরিমার্জন করে নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। এছাড়া সংস্থাটির ঝিমিয়ে পড়া কার্যক্রম গতিশীল করে ফরিদপুরের সাহিত্য-সংস্কৃতির এই পুরোধা সংগঠনটিকে তার ঐতিহ্য অনুযায়ী সবল ও সক্রিয় করার জন্য আহ্বায়ক কমিটিকে অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।