ঢাকা, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

শিল্প-সাহিত্য

‘বগুড়া লেখক চক্র পুরস্কার ২০২৪’ ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৫, নভেম্বর ১৪, ২০২৪
‘বগুড়া লেখক চক্র পুরস্কার ২০২৪’ ঘোষণা

বগুড়া: দেশের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্র ২০২৪ সালের পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সংগঠনের সভাপতি ইসলাম রফিকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নামের তালিকা প্রকাশ করা হয়।

এ বছর ছয়টি বিষয়ে ছয় জনকে ‘বগুড়া লেখক চক্র পুরস্কার’ প্রদান করা হচ্ছে।  

পুরস্কারপ্রাপ্তরা হলেন- কবিতায় জুয়েল মাজহার, কথাসাহিত্যে দিলারা মেসবাহ, প্রবন্ধসাহিত্যে অনীক মাহমুদ, লিটল ম্যাগাজিন সম্পাদনায় ‘একান্নবর্তী’ সম্পাদক শেলী সেনগুপ্তা, সাংবাদিকতায় রেজাউল হাসান রানু এবং গবেষণায় সানজিদা হক মিশু।  

বগুড়া লেখক চক্র ১৯৮৮ সালের ১৬ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৯ সাল থেকে পুরস্কার প্রদান করে আসছে।  

বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক জানান, আগামী ২৯ ও ৩০ নভেম্বর সংগঠনের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী কবি সম্মেলনের ২য় দিন পুরস্কারপ্রাপ্তদের ক্রেস্ট, উত্তরীয় এবং সম্মাননা পত্র প্রদান করা হবে।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪ 
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।