ঢাকা: কখনো রবীন্দ্র সংগীত, কখনো নজরুল বা লালন গীতি, কখনো আবার দ্বিজেন্দ্রলাল লাল রায়, অতুল প্রসাদ সেনের গান। কখনো একক, কখনো আবার সম্মিলিত কণ্ঠে সেসব গান গেয়ে সুরের মুর্ছনা তৈরি করেছেন শিল্পীরা।
সম্মিলিত নৃত্য, আবৃত্তি কিংবা সনজীদা খাতুনের প্রবন্ধের পঙ্তি তৈরি করেছে অদ্ভুত ঘোর।
শুক্রবার (২৬ এপ্রিল) নাচ-গান-কথনে এভাবেই ছায়ানটের প্রয়াত সভাপতি সনজীদা খাতুনের স্মরণ করেছেন তার প্রিয়ভাজনরা।
সন্ধ্যায় ছায়ানট মিলনায়তনে যৌথভাবে এই স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে ছায়ানট, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, লানন্দা উচ্চ বিদ্যালয়, কণ্ঠশীলন ও ব্রতচারী।
"নতুন করে পাব ব'লে" শীর্ষক এই স্মরণ অনুষ্ঠান দলীয় নৃত্য দিয়ে।
রবীন্দ্রনাথের লেখা "কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে" গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে নৃত্যশিল্পীরা। এরপর সম্মেলক কণ্ঠে ছায়ানটের শিল্পীরা গেয়ে শোনায় "পান্থ তুমি পান্থ জনের সখা"। এরপর একের পর এক পরিবেশনের মধ্য দিয়ে সনজীদা খাতুনকে স্মরণ করেন তার সহকর্মীসহ শিষ্যরা। পড়ে শোনানো হয়
সনজীদা খাতুনের লেখা বিভিন্ন প্রবন্ধের পঙ্তি।
জয়ন্ত রায়ের সঞ্চালণায় স্মরণ অনুষ্ঠানে সনজীদা খাতুনকে নিয়ে স্মৃতিচারণ করেন ছায়ানটের নির্বাহী সভাপতি সারওয়ার আলী। সবশেষে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে এ স্মরণ অনুষ্ঠানের।
বাংলাদেশ সময়: ০২১৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৫
এসসি/জেএইচ