ঢাকা, শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

শিল্প-সাহিত্য

শফিক মুন্সির কয়েকটি অণুকবিতা 

সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৯, মে ১৫, ২০২৫
শফিক মুন্সির কয়েকটি অণুকবিতা 

তোমার সুখস্মৃতি 

সন্ন্যাসীর মতো হাহাকার করে উঠি, মরীচিকার মতো যখনই তোমাকে দেখি৷ 

বিচ্ছেদে হৃদয় যেন সুনসান মরুভূমি, খানিক আর্দ্রতা বাড়ায় তোমার সুখস্মৃতি।  

*********

তোমাকে প্রয়োজন

এই মুহূর্তে আমার জীবনে তোমার এতটাই প্রয়োজন ;
ঠিক শেষ নিঃশ্বাসের আগে বান্দার কলিমার যতটা ওজন!

*********

তোমার ভালো হোক

জখমের কোনো চিহ্ন নেই তবুও হৃদয়ে ব্যথার অনুভূতি, হাজারবার চেষ্টা করেও পারিনি ভুলতে তোমার স্মৃতি।

বিষাদ বেদনায় যতবারই গলায় আটকে গেছে ঢোক, ততবারই আমি প্রার্থনায় চেয়েছি তোমার ভালো হোক৷ 

*************

বাবার সমাধি

গোরস্তানের নির্ধারিত স্থানে বাবাকে সমাহিত করা শেষে,

তুমি বুঝবে তোমাকে সফল দেখতে চাওয়া একমাত্র পুরুষের গল্পের সমাপ্তি হলো আজ।


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।