ঢাকা: ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার-২০২৩ পেয়েছেন দেশের চার সাহিত্যিক। চার ক্যাটাগরিতে পুরস্কার প্রাপ্তরা হলেন- আজীবন সম্মাননায় হাসনাত আবদুল হাই, প্রবন্ধ, আত্মজীবনী, ভ্রমণ ও অনুবাদের জন্য সম্মাননা পেলেন আমিনুল ইসলাম ভুঁইয়া, তার সাহিত্য কর্ম প্লেটো প্রবেশিকা, কবিতা ও কথাসাহিত্যে পুরস্কার পেয়েছেন ধ্রুব এষ।
শুক্রবার (৪ জুন) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরস্কার প্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেন, যুক্তরাষ্ট্র বা লন্ডন থেকে চিন্তাভাবনা আসবে আর আমরা তাই চর্চা করবো, এমন চিন্তাভাবনা বাদ দিতে হবে। আমাদের ইতিহাস ঐতিহ্য আছে, সেখান থেকে আমাদের চিন্তা করতে হবে। আর সেই কাজটি করবেন আমাদের কবি, সাহিত্যিক ও চিন্তকরা। আর এ ধরনের পুরস্কার চিন্তকরা প্রেরণা পাবে।
পুরস্কার প্রাপ্তদের উদ্দেশে তিনি বলেন, এ প্রাপ্তিতে দেশের প্রতি আপনাদের দায়িত্ব বেড়ে গেল। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেলপাওয়ার পর লেখা বন্ধ করেননি, বরং আরও বেগবান হয়েছিল, চিন্তায় আরও প্রাজ্ঞ হয়েছিল। যারা বলেন, আমাদের দেশে কিছু হবে না, এসব লেখকরা সেই সব মানুষের চৈতন্যোদয়ে ভূমিকা রাখবে।
পুরস্কার প্রাপ্তদের মধ্যে আজীবন সম্মামনা বিজয়ী পেয়েছেন পাঁচ লাখ টাকা। প্রবন্ধ, আত্মজীবনী, ভ্রমণ ও অনুবাদ এবং কবিতা ও সাহিত্যে প্রত্যেকে দুই লাখ টাকা করে এবং তরুণ সাহিত্য পুরস্কার বিজয়ী পেয়েছেন এক লাখ টাকা। এ ছাড়া ক্রেস্ট ও সম্মাননা পান প্রত্যেকে।
দৈনিক সমকালের সম্পাদক শাহেদ মুহাম্মদ আলীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- ব্র্যাক ব্যাংকের ভাইস-চেয়ারম্যান ফারুক মঈনুদ্দীন, নির্বাচক অধ্যাপক ফয়জুল লতিফ চৌধুরী, পুরস্কার বিজয়ী হাসনাত আব্দুল হাই, আমিনুল ইসলাম ভূঁইয়া, ধ্রুব এষসহ অনেকে।
জেডএ/এসআই