ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

শিল্প-সাহিত্য

দুটি কবিতা | রুহুল মাহফুজ জয়

কবিতা / শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১২, এপ্রিল ২১, ২০১৫
দুটি কবিতা | রুহুল মাহফুজ জয়

নিজাঘাত
___________________________________

      অগণন তীরবিদ্ধ হোসেনি ঘোড়া দুলদুল
      দুই টাকার ক্যালেন্ডার থিকা
      আধেক ঘোড়া অর্ধেক রূপবতী নারী হয়া
      আমার বাপের বিলুপ্ত দোকান হতে
      খোড়ায়া খোড়ায়া আসে, বোরাক নাম তার
      উহার মুখ দেখি রূপ মাখি
      ঘোড়াটুকু দেখি না
      মাল্টিহ্যান্ডি দূর্গারে ডাকি অসুর হয়া—
      হায়! দুলদুল-বোরাক, ওহে দূর্গামণি
      তোমাগো ছলে শর তোলা হয়নি ব্যথিতের
      আম্মা আমার এই স্বপ্নের কেন্দ্রীয় চরিত্রের
      নাম দিতে পারেন ‘নিজাঘাত’!


চতুর্থ মৃত্যুর পূর্বাপর
___________________________________

      বউ বাজারে এসে যে লোকটা কিছুতেই মনে করতে পারে না বউয়ের মুখ, তার পাকা চুলে
      শাদা বকের বেদনা খুঁজে পাই, তার চাহনিতে পিতৃত্ব হারানোর প্রশ্নচিহ্নগুলো রবীন্দ্রানুরাগী—
      তিন তিনটা মৃত্যুর পরেও যে গাইতে পেরেছে ‘কে বলে গো সেই প্রভাতে নেই আমি’, আত্মজকে
      ফ্ল্যাশ করা কমোডে বসে নির্বিকার ছেড়েছে সিগ্রেটের ধোঁয়া—লোকটা আজ সংসারবিবাগী
 
      চতুর্থ মৃত্যুর পর রবীন্দ্রনাথের বইয়ের ভেতর থেকে একটা নারীমুখের ছবি হারিয়ে গেল।



বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।