ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

শিল্প-সাহিত্য

সুবীর চৌধুরী শিল্পচর্চা বৃত্তি ঘোষণা শুক্রবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৭, জুলাই ১, ২০১৫
সুবীর চৌধুরী শিল্পচর্চা বৃত্তি ঘোষণা শুক্রবার

ঢাকা: বেঙ্গল ফাউন্ডেশনের অন্যতম ট্রাস্টি, বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের পরিচালক প্রয়াত সুবীর চৌধুরীর সম্মানে শিল্পচর্চা বৃত্তি চালু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

শুক্রবার (০৩ জুলাই) বিকেল ৫টা ১৫ মিনিটে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে ‘সুবীর চৌধুরীর শিল্পচর্চা বৃত্তি-২০১৫/১৬’ ঘোষণা করা হবে।



তরুণ ও উদীয়মান শিল্পীদের চর্চা ও সাধনায় নতুন মাত্রা সঞ্চারের উদ্দেশ্যে বার্ষিক এ বৃত্তি চালু করছে বেঙ্গল ফাউন্ডেশন।

অনুষ্ঠানে বক্তব্য রাখবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও বরেণ্য চিত্রকর রফিকুন নবী। সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী ফরিদা পারভীন।

২০১৪ সালের ০৩ জুলাই মারা যান বরেণ্য এ শিল্পী। তার সম্মানেই এ বৃত্তি।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, জুলাই ০১, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।