ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

বসন্ত এসেছে । অমিয় দত্ত ভৌমিক

কবিতা--শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
বসন্ত এসেছে । অমিয় দত্ত ভৌমিক

বসন্ত এসেছে দ্বারে দ্বারে
বহিছে মৃদু সমীরণ
বৃক্ষরাজি ছেয়েছে ফুল-কলিতে
ভ্রমর করিছে গুঞ্জন।

প্রজাপতি দল আনন্দ মেখে
মেলেছে রঙিন পাখা
এমন সময় প্রণয় ছাড়া
যায় কী একা থাকা?

পাখিদের কলতান মিষ্টি মধুর
বেড়েছে আজ আস্ফালন
সুন্দর প্রাতে প্রিয়ার সাথে
করিবে হয়তো রমন।



চারিধারে ফুটেছে কত শত ফুল
শিমুল কৃষ্ণচূড়া বকুল
রয়েছে আরও কতো গাছে
ফোটার অপেক্ষায় মুকুল।

ঋতুর রাজা বসন্তের দেশে
জন্মিতে চাই বারেবার
দেখিতে চাই বাংলার মুখ
বাংলা মা আমার।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।