বসন্ত এসেছে দ্বারে দ্বারে
বহিছে মৃদু সমীরণ
বৃক্ষরাজি ছেয়েছে ফুল-কলিতে
ভ্রমর করিছে গুঞ্জন।
প্রজাপতি দল আনন্দ মেখে
মেলেছে রঙিন পাখা
এমন সময় প্রণয় ছাড়া
যায় কী একা থাকা?
পাখিদের কলতান মিষ্টি মধুর
বেড়েছে আজ আস্ফালন
সুন্দর প্রাতে প্রিয়ার সাথে
করিবে হয়তো রমন।
চারিধারে ফুটেছে কত শত ফুল
শিমুল কৃষ্ণচূড়া বকুল
রয়েছে আরও কতো গাছে
ফোটার অপেক্ষায় মুকুল।
ঋতুর রাজা বসন্তের দেশে
জন্মিতে চাই বারেবার
দেখিতে চাই বাংলার মুখ
বাংলা মা আমার।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬