একুশ মানে রক্ত আগুন
বীর বাঙালির প্রতিবাদী
বজ্র মুঠি শক্ত।
একুশ মানে মিছিল স্লোগান
কাঠফাটা রোদ রাজপথে ঐ
৭১’র স্বাধীনবাংলা ভক্ত।
একুশ মানে হও আগুয়ান টগবগে দল
পিছপা বিহীন
তরুণ জোয়ান।
একুশ মানে- সইব না আর
কইব না ক্যান
তুই রাজাকার
দুঃসময়ের ছ’ ফুট ছাতি
চওড়া বুকে চাপড়ে বলা বীর পালোয়ান।
একুশ মানে বুক ফুলিয়ে বোতাম খুলে
নাহি কুচ পরোয়া
ঢাকা শহর
দাবড়ে চলা।
একুশ মানে- আমি আছি, ভয় কোরো না
আপন কেউ ছাতার মতো ছায়া ফেলে
পিঠ চাপড়ে বলা।
বাংলাদেশ সময়: ০৩৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
এএ/