ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

স্বাধীনতা | সাহাদাত সাঈদ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
স্বাধীনতা | সাহাদাত সাঈদ

তোমার জন্য রক্ত দিয়েছি
হে স্বাধীনতা,
তবুও কেন এখনও দেখি
তোমার পরাধীনতা।
 
দ্ব্যর্থ কণ্ঠে বলতে পারো না
ন্যায়-সত্যের কথা,
অন্যায়ের কাছে আগের মতো
তোলো না আর মাথা।


 
কতো মা ছেলে হারালো
কান্না নিয়ে বুকে,
তোমার আশায় জীবন গেলো
আশায় আশায় থেকে।
 
কবে বলো আসবে তুমি
হে স্বাধীনতা,
পরাধীনতা মাড়িয়ে আবার
বলবে ন্যায়ের কথা।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।