হুইসেল, বেজে যাচ্ছে প্রতিনিয়ত কারও না কারও মনের ঘরে
যাপিত জীবনযুদ্ধে আত্মরচিত কথাজাল পড়ে থাকে নিস্তব্ধ অসহায়
রুদ্ধরূপ প্রকৃতি এমন যেখানে জীবনের অজস্র ভুল কোনোদিন
ফুটে ওঠে না ফুল হয়ে; হলুদ পাতার মতো ঝরে যায় সাথে নিয়ে-
রৌদ্রঘ্রাণ; অনুভূতির উপকথাগুলো আগুন রঙে সেজে ওঠে যখন-
তখন বুঝে নেওয়া যায় অন্ধকারের পরিভাষা; আর নীরব মাটির গন্ধ-
শুকে ওঠে যেনো নিথর নাসিকা। ভ্রাম্যমাণ জীবন কিছু কিছু
নির্বাচিত ভালোলাগা নিয়ে ছুটে চলে অন্ধগহীনে-
আত্মিক ক্ষরণ শেষে জলশব্দের খেলায় মেতে উঠবে বলে দু’চোখের-
সফেন সমুদ্রে স্মৃতিগন্ধেরা পবিত্র জল ঢেলে দেয় বৃষ্টি স্নাত...
হুইসেল, বেজে যাচ্ছে প্রতিনিয়ত...
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৬
এসএনএস