ঢাকা, মঙ্গলবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

শিল্প-সাহিত্য

পাখিকথা | মোকসেদুল ইসলাম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৬, এপ্রিল ৮, ২০১৬
পাখিকথা | মোকসেদুল ইসলাম

পাখিকথা
সব পাখিকথা এবার পড়ে থাক মুক্তমঞ্চে
স্তনকে রন্ধনপাত্র মনে করে যেসব পুরুষ রেখেছিলো ঠোঁট
নির্জনতা ঘনীভূত হলে তারাও সবাই ছুটে পালায়
হাওয়া রোদে ভেসে যাওয়ার আগে তীব্রতর হয় কামবোধ।
কালো চুলে হাসে যে মেয়ে সোনালি হাসি সেতো বুনো ফুলের গন্ধ ছড়ায়
ঠোঁটের কারুকাজ দেখে মনে জাগে প্রস্তর যুগের একরাশ সুখ
চণ্ডীদাসের মতো করে প্রাচীন প্রার্থনায় বসে যাবো আমিও
এসো তবে বালকরোদে বসে ভেঙে ফেলি দুর্বোধ্য শ্যাওলার দেয়াল
পাখি বিলাপ শুনে বাড়ছে যেসব দেনা গোপন ডাকে মুছে দিয়ে যাই সব
আবিষ্কারের নেশায় ঘুমিয়ে যাওয়ার আগেই হয়ে উঠি ইতিহাস।


বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৬
এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।