ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

প্রকাশিত হচ্ছে ৩০ খণ্ডে ‘ঐতিহ্য রবীন্দ্র-রচনাবলি’

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
প্রকাশিত হচ্ছে ৩০ খণ্ডে ‘ঐতিহ্য রবীন্দ্র-রচনাবলি’

প্রকাশনা সংস্থা ঐতিহ্য আগামী ২১ বৈশাখ অর্থাৎ ০৪ মে প্রকাশ করতে যাচ্ছে ৩০ খণ্ডে ‘ঐতিহ্য রবীন্দ্র-রচনাবলি’। দুই বাংলার স্বীকৃত রবীন্দ্র-গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সংখ্যাতিরিক্ত (সুপারনিউমেরারি) অধ্যাপক সৈয়দ আকরম হোসেনের সম্পাদনায় এ রচনাবলি প্রকাশিত হচ্ছে।

 

তিন বছরেরও বেশি সময় অক্লান্ত পরিশ্রমে সৈয়দ আকরম হোসেনের সম্পাদনা সহযোগী হয়েছেন আবুল বাশার ফিরোজ ও অস্ট্রিক আর্যু।  

২২ হাজার ৫শ পৃষ্ঠার বেশি ও দুই শতাধিক রঙিন চিত্রাবলিসহ প্রকাশিত হচ্ছে এই রচনাবলি। রচনাবলির জন্য ব্যবহার করা হয়েছে বিশেষ ধরনের অফসেট কাগজ।  

ঐতিহ্যের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহৎ কলেবরের এ রচনাবলির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৯ হাজার ৮শ টাকা। স্বল্পসময়ের জন্য আগামী ০১ মে থেকে এ রচনাবলি পাঠকরা কিনতে পারবেন ১৯ হাজার ৯শ টাকায়।  

এছাড়া অনলাইন বই বিক্রয় প্রতিষ্ঠান রকমারিডটকম’র মাধ্যমে পূর্ব-ক্রয় নিবন্ধন (প্রি-অর্ডার) করলে, পাঠকরা চলতি মাসের ১৭ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত বিনা টাকায় নিবন্ধিত হয়ে এই রচনাবলি কিনতে পারবেন মাত্র ১৬ হাজার ৯শ টাকায়। সেক্ষেত্রে আগামী ০১ থেকে ১৫ মে’র মধ্যে পূর্ণ টাকা দিয়ে রচনাবলি নিতে হবে।

রকমারিডটকমের ওয়েবসাইটে (rokomari.com) লগইন করে প্রি-অর্ডার করতে পারবেন পাঠকরা। এছাড়া ১৬২৯৭ ও ০১৫১৯৫২১৯৭১ নম্বরে ফোন করেও নিবন্ধন করা যাবে।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।