ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

ময়মনসিংহে আবুল মনসুর আহমদ স্মরণে আলোচন‍া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৬
ময়মনসিংহে আবুল মনসুর আহমদ স্মরণে আলোচন‍া

ময়মনসিংহ: সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদের ১১৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘আবুল মনসুর আহমদ প্রয়োজন পুনর্পাঠ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০২ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহের ব্রহ্মপুত্র পাড়ে ময়মনসিংহ সাহিত্য সংসদের মুক্তমঞ্চে সংসদের ধারাবাহিক পাঠচক্রের আয়োজন বীক্ষণ’র ১৬৯৫তম আসরে অ্যামিরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী মূল বক্তব্য রাখেন।

শেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবুল মনসুর আহমদের কনিষ্ঠ পুত্র ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম।

কবি ফরিদ আহমেদ দুলালের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন প্রবীণ আইনজীবী ও ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান, অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাতসহ স্থানীয় কবি ও সাহিত্যিকরা।
 
সাংবাদিক আবুল মনসুর আহমদের একটি লেখা পাঠ করেন আবৃত্তিকার সজল কোরায়শী। অনুষ্ঠান সঞ্চালনা করেন বীক্ষণ আহ্বায়ক আকন্দ লতিফ ও কবি স্বাধীন চৌধুরী।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৬
এমএএএম/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।