ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

দু’টি কবিতা | রিয়াদ আরিফ 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
দু’টি কবিতা | রিয়াদ আরিফ 

বোধের শরীর ভেঙে তুমি এসো এই শীতে 
প্রাপ্তির চাদর মুড়ে 
তোমাকে জড়িয়ে ধরবো উষ্ণতা ভেবে। 
হেমের পেয়ালা হাতে তুমি এসো 

এক.
বোধের শরীর ভেঙে তুমি এসো এই শীতে 
প্রাপ্তির চাদর মুড়ে 
তোমাকে জড়িয়ে ধরবো উষ্ণতা ভেবে।  
হেমের পেয়ালা হাতে তুমি এসো 
আমার জনহীন নগরে
সময়ের শিকল ভেঙে 
তোমাকে পোড়াবো বিশুদ্ধ অনলে।


দুই.
আমার না হয় রোদের সাথেই 
রইলো কিছু মিল
নাইবা হলাম আমি তোমার
অন্ধকারের ঢিল।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।