ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

শিল্প-সাহিত্য

প্রয়াত শাকিলের জন্মদিনে কবিতার অ্যালবাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৯, ডিসেম্বর ২০, ২০১৬
প্রয়াত শাকিলের জন্মদিনে কবিতার অ্যালবাম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী প্রয়াত মাহবুবুল হক শাকিলের ৪৮তম জন্মদিনের তার স্বরচিত কবিতার ‘রাতের এপিটাফ' অ্যালবাম প্রকাশ করেছেন প্রকাশনী সংস্থা ও বই বিপননের প্রথম চেইনসপ পিবিএস।   

ঢাকা: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী প্রয়াত মাহবুবুল হক শাকিলের ৪৮তম জন্মদিনের তার স্বরচিত কবিতার ‘রাতের এপিটাফ' অ্যালবাম প্রকাশ করেছেন প্রকাশনী সংস্থা ও বই বিপননের প্রথম চেইনসপ পিবিএস।    

মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর শান্তিনগরের পিবিএস ভবনে প্রধান অতিথি হিসেবে অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

 


শাকিল নিজেই কবিতার অ্যালবাম প্রকাশের প্রস্তুতি নিচ্ছেলেন অনেকদিন থেকেই। এ জন্য তিনি নিজেই এবারের জন্মদিনটি নির্ধারণ করে রেখেছিলেন। হয়তো ভালোবাসার কবিতার সঙ্গে নতুন অর্জনে জন্মদিন উদযাপন করতে চেয়েছিলেন কবি শাকিল।

নিজের নির্ধারিত তারিখেই অ্যালবাম প্রকাশিত হল ঠিকই, কিন্তু তিনি অনুপস্থিত। মাত্র ক’দিন আগেই সবাইকে ছেড়ে পরপারে পাড়ি জমিয়েছেন অভিমানী শাকিল।

অনুষ্ঠানে আসাদুজ্জামান নূর বলেন, ‘প্রকাশনা অনুষ্ঠানে মনে হচ্ছে পরাবাস্তব পরিবেশ। বাস্তবতা এমন হওয়ার কথা ছিল না। সম্ভবত খুব সচেতনভাবেই অ্যালবাম প্রকাশের জন্য তারিখটি নির্ধারণ করে ছিলো শাকিল। জন্মদিনের এ উপহারটি অনেকটা সে নিজে চেয়ে নিয়ে ছিলো। ’

শাকিলের ছয়টি কবিতা নিয়ে ‘রাতের এপিটাফ' নামের অ্যালবামটি প্রকাশ করে প্রকাশনী সংস্থা ও বই বিপননের প্রথম চেইনসপ পিবিএস।

কবিতাগুলোতে কণ্ঠ দিয়েছেন, আসাদুজ্জামান নূর, জয়ন্ত চট্টোপাধ্যায় ও শিমুল মোস্তফা।

মোড়ক উন্মোচনের পর মন্ত্রী বলেন, ‘শাকিলের চলে যাওয়াটা এখনো বিশ্বাস হয়না। শাকিলের সঙ্গে পরিচয় দীর্ঘদিনের। রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে আমরা এক সঙ্গে কাজ করেছি। মাঝে মধ্যেই আড্ডার সময় বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মধ্য আলোচনা হতো। তার কথায় বুঝা যেতো তিনি নিয়মিত কবিতা পড়তো, কবিতা ভালোবাসতো। কিন্তু কবিতা লিখতো সেটা জানতাম না’।

এ সময় এমিরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, ‘একজন মানুষ কতো গভীর ভাবে অন্যদের হৃদয়কে স্পর্শ করলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। শাকিল সবাইকে গভীরভাবে ভালোবাসতো’।

অনুষ্ঠানে কথাসাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলামসহ শাকিলের বন্ধু ও শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩২৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
পিএম/আরআইএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।