ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০১৬ ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০১৬ ঘোষণা বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০১৬ ঘোষণা

ঢাকা: লটারির মাধ্যমে বই মেলার স্টল বরাদ্দের পর বাংলা একাডেমি ২০১৬ সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে একাডেমির ড. মুহম্মদ শহীদুল্লাহ ভবনের চতুর্থ চলার শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে সংবাদ সম্মেলনে পুরস্কারে ভুষিতদের নাম ঘোষণা করা হয়।

যারা পুরস্কার পেলেন-  কবিতায় আবু হাসান শাহরিয়ার, কথাসাহিত্যে শাহাদুজ্জামান,  প্রবন্ধে মোরশেদ শফিউল হাসান, অনুবাদে অধ্যাপক নিয়াজ জামান, মুক্তিযুদ্ধ সাহিত্যে ড. এম এ হাসান, আত্মজীবনী ও স্মৃতিকথায় নূরজাহান বোস, শিশু সাহিত্যে রাশেদ রউফ, বিজ্ঞান ও প্রযুক্তি ও  নাটকে কেউ পুরস্কার পাননি।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- একাডেমির পরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
এমএন/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।