ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

দুষ্প্রাপ্য-অ্যান্টিক বইয়ের প্রদর্শনী ও মেলা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
দুষ্প্রাপ্য-অ্যান্টিক বইয়ের প্রদর্শনী ও মেলা দুষ্প্রাপ্য-অ্যান্টিক বইয়ের প্রদর্শনী

ঢাকা: বইয়ের পোকাদের জন্য সু খবর। রাজধানীতে প্রথমবারের মতো দুষ্প্রাপ্য ও অ্যান্টিক বইয়ের প্রদর্শনী ও মেলা আয়োজিত হচ্ছে। শুক্রবার (২৪ মার্চ)  দিনব্যাপী এ প্রদর্শনী ও মেলার আয়োজন করেছে Papyrus Pub। তাদের সহয‍াত্রী হিসেবে রয়েছে Dhaka Ink।

প্রদর্শনীতে থাকছে বিভিন্ন স্বাদের এবং বিভিন্ন যুগের দুর্লভ ও দুষ্প্রাপ্য বইয়ের সংগ্রহ। মহাকালের সাক্ষী বইগুলো ছুঁয়ে দেখার অনুভূতির সাথে অন্য কোনো কিছুর তুলনা হয় না।

বহুবর্ষপ্রাচীন এসব বইয়ের গন্ধ মেলায় আগত দর্শক-পাঠককে অদ্ভুত ঘোরলাগা এক জগতে নিয়ে যাবে।

প্রদর্শনীতে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে বইয়ের বড়সড় একটি সংগ্রহও থাকবে। সাথে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে বেশ কিছু সংগ্রহে রাখার মতো দুর্লভ ডাকটিকিটও।

মেলা ও প্রদর্শনীর ফেসবুক ইভেন্ট: https://www.facebook.com/events/1900818043464951/

‍বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।