ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

বগুড়ায় এক মঞ্চে ২২ নারী কবির কবিতা পাঠ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
বগুড়ায় এক মঞ্চে ২২ নারী কবির কবিতা পাঠ বগুড়ায় এক মঞ্চে ২২ নারী কবির কবিতা পাঠ-ছবি: আরিফ জাহান

বগুড়া: বগুড়ায় শিল্প-সাহিত্য বিষয়ক ছোট কাগজ ‘দোআঁশ’র আয়োজনে এক মঞ্চে কবিতা পাঠ করলেন ২২ জন নারী কবি।

শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় শহরের উডবার্ন পাবলিক লাইব্রেরি মিলনায়তনে কবিতা পাঠের এ আয়োজন করা হয়।

কবিতা পাঠের এ উৎসব চলে রাত ৮টা পর্যন্ত।

বৈশাখের পঙক্তিমালা শিরোনামে এ স্বরচিত কবিতা পাঠের উদ্বোধন করেন বিশিষ্ট কবি সম্পাদক মাহমুদ কামাল।

আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক করতোয়া সম্পাদক ও বগুড়া প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক।

স্বরচিত কবিতা পাঠে অংশ নেন অধরা জ্যোতি, সিকতা কাজল, কামরুন নাহার কুহেলী, মুন্নী ইয়াসমীন, সীমান্ত সেতু, সারমিন সীমা, নূরিতা নূসরাত খন্দকার, আফসানা জাকিয়া, রেহানা সুলতানা শিল্পী, চয়নিকা সাথী, তুলি রহমান, মনিরুন নাহার, কাজী মোহিনী ইসলাম, এস এম সাথী বেগম ও কথা হাসনাত।

কবিদের দোআঁশ’র পক্ষ থেকে ফুল, উত্তরীয় ও শুভেচ্ছা স্মারক দেওয়া হয়।

এছাড়া বিভিন্ন পর্বে অংশগ্রহকারী আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি বজলুল করিম বাহার, কবি মুহম্মদ শহীদুল্লাহ, কবি রেজাউল করিম চৌধুরী, কবি শোয়েব শাহরিয়ার, বৃহত্তর বগুড়া সমিতি ঢাকার সভাপতি মাসুদুর রহমান রন্টু, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য্য শংকর, শিশু সাহিত্যিক স ম শামসুল আলম, কবি-সম্পাদক কামরুল বাহার আরিফ, বগুড়া ইয়ূথ কয়্যারের সভাপতি আতিকুর রহমান মিঠু, দোআঁশ সম্পাদক কবি ইসলাম রফিক, সাংবাদিক জি এম সজল, জে এম রউফ, কবি সম্পাদক রাজা সহিদুল আসলাম, কবি শিবলী মোকতাদির, কবি শামীম হোসেন, কবি আনিফ রুবেদ, নূরুল ইসলাম বাদল, মির্জা রানা, নজরুল ইসলাম মুকুল ও হাদিউল হৃদয় প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
এমবিএইচ/এএটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।