ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৭ ঘণ্টা, মে ১৮, ২০১৭
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি উৎসব ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি উৎসব

ঢাকা: প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি উৎসব ২০১৭’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ (ডিইউসিএস) আয়োজনে এবং সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিঃ এর সহযোগিতায় ৯টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দল আবৃত্তি পরিবেশন করে।
 
আবৃত্তি উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ ৯টি দল অংশ নেয়।

আবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘সংস্কৃতি চর্চায় সংস্কৃতির পরিমন্ডল তৈরি করা অতি গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ নিয়মিতভাবে সংস্কৃতির বিচিত্র কর্মকাণ্ড চর্চার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে শুদ্ধ সংস্কৃতি তুলে ধরবে এই আশা করি।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের মডারেটর সাবরিনা সুলতানা চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, বিশিষ্ঠ আবৃত্তি শিল্পী শিমুল মোস্তফা, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের সভাপতি আহসান রনি ও সাধারণ সম্পাদক রাহাবার আলম।  

এছাড়া বিচারক হিসেবে ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. রফিকউল্লাহ খান, আবৃত্তি শিল্পী শুক্লা দাশগুপ্ত ও মাহিদুল ইসলাম।

আবৃত্তি অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি দল জয়ী লাভ করেন। একই সাথে উৎসবে সেরা আবৃত্তিকার হিসেবে যৌথভাবে বিশেষ পুরস্কার লাভ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাবেরী সুলতানা জ্যোতি এবং বিইউএফটি-এর আজমেরী সুলতানা। অনুষ্ঠানের সমাপনী পর্যায়ে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

বাংলাদেশস সময়: ০৮১৩ ঘণ্টা, মে ১৮, ২০১৭
এসজে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।