লোকনাট্য দলের তিন যুগপূর্তির অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর/ছবি: সুমন
ঢাকা: সাম্প্রদায়িকতার বিষের বিরুদ্ধে এখনই লড়াই করতে হবে। হলি আর্টিজানের তরুণরা বিপথে গিয়েছিলো। সাংস্কৃতিক দিক থেকে লড়াই করতে হবে। যে মানুষ গান কবিতা ভালোবাসে সে কখনও মানুষ হত্যা করতে পারে না।
বৃহস্পতিবার (৬ জুলাই) রাজধানীর শিল্পকলা একাডেমিতে সন্ধ্যা সাড়ে সাতটায় লোক নাট্যদলের তিনযুগ পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।
মন্ত্রী বলেন, এখন নাটকের দল অনেক বেড়েছে।
নাটকও হচ্ছে। অনেক ভালো কাজ হচ্ছে। কিন্তু ব্যক্তির অভিনয়ের দক্ষতা নিয়ে অভিযোগ না করে পারছি না। আগের সময় ব্যক্তি শিল্পীদের অভিনয়ের মানের তুলনায় এখনকার ব্যক্তি অভিনয়ের মান কমে গেছে। এ দিকে নজর দিতে হবে। কিন্তু কেন এমনটা হচ্ছে তা নিয়ে ভাবতে হবে। যতো ভালো মঞ্চই হোক, সঙ্গীতই হোক না কেন অভিনয়টা কিন্তু ভালো না হলে লাভ হবে না।
শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক মুস্তাফা মনোয়ার বলেন, শিশুদের ভেতরে সুপ্ত সাংস্কৃতিক অনুভূতি বিকশিত করার ব্যবস্থা করতে হবে। এতে তারা ভালো-মন্দের ফারাক বুঝতে পারবে। মানবিকতা বোধ অনুভব করবে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, কবি আতাউর রহমান, পশ্চিমবঙ্গের নাট্য গবেষক আশীষ গোস্বামী প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৭
ইউএম/এএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।