রাজধানীর দৃক গ্যালারিতে চলছে পাহাড়ি সংস্কৃতি নিয়ে ফটো এক্সিবিশন। যেখানে পার্বত্য এলাকার প্রাকৃতিক সৌন্দর্য ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনযাপনের বিচিত্র রূপ উঠে এসেছে অপরূপ মহিমায়।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ ফটো এক্সিবিশন ও প্রতিযোগিতার ইভেন্ট ম্যানেজমেন্ট করছেন ট্যুর ডি সিএইচটি। রয়েছে পার্বত্য অঞ্চলে তাদের সাইকেল ট্যুরের বিভিন্ন ছবিও।
কথা হয় এক্সিবিশেন দেখতে আসা এইচএসসি পরীক্ষার্থী শ্রেয়া চাকমার সঙ্গে। বাংলানিউজকে বলেন, এই আয়োজনের মধ্য দিয়ে আমাদের পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্য-সংস্কৃতি সবার কাছে উঠে আসছে। বিষয়টি আমার খুব ভালো লেগেছে।
গ্যালারি ঘুরে রাজাধানীর রোগতত্ত্ব অধিদপ্তরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদ উদ্দিন আহমেদ জানান, বাংলাদেশের বাইরে বিদেশিদের সৌন্দর্য কম নেই। কিন্তু তারপরেও তারা এদেশে আসে ‘ন্যাচারাল বিউটি’ উপভোগ করতে। কেননা তাদের দেশে সৌন্দর্য থাকলেও তা প্রাকৃতিক নয়। তাই এ ধরনের আয়োজন অবশ্যই দারুণ।
রোববার (১৬ জুলাই) শুরু হওয়া এ আয়োজন বুধবার (১৯ জুলাই) পর্যন্ত চলবে বলে জানান এক্সিবিশনের কো-অর্ডিনেটার মৃধা শিহাব।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৭
এএ