ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

রোহিঙ্গা-বন্যার্তদের সাহায্যে গানের খেয়ার সংগীত সন্ধ্যা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
রোহিঙ্গা-বন্যার্তদের সাহায্যে গানের খেয়ার সংগীত সন্ধ্যা গানের খেয়ার সংগীত সন্ধ্যা। ছবি: বাংলানিউজ

রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো, বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসা এবং নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে জাতীয় জাদুঘরে অনষ্ঠিত হলো ‘গানের খেয়া’র সচেতনতা মূলক সংগীত সন্ধ্যা। 

শুদ্ধ সংস্কৃতি চর্চা কেন্দ্র গানের খেয়ার আয়োজনে সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এই অনুুষ্ঠান হয়।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী অপর্ণা খান, মোসলেমা আক্তার মির্জা এবং স্বপন কুমার দাস।

আবৃত্তি করেন শিল্পী সাকিব লোহানী। গানের খেয়ার সংগীত সন্ধ্যা।                                          ছবি: বাংলানিউজঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল। আরও উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ, শিশুসাহিত্যিক জিকরুর রেজা খানম, রাজু আলীম এবং ওয়ান ফার্মার হেড অব মার্কেটিং তাপস কুমার ঘোষ।

অতিথিরা তাদের বক্তব্যে বর্তমান সময়ে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোসহ বন্যার্তদের সাহায্য করা এবং নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে গান এবং আবৃত্তির মাধ্যমে দর্শক-শ্রোতাদের মন জয় করেন শিল্পীবৃন্দ।

বাংলাদেশ সময়: ০৭৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
এইচএমএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।