ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

অনুভব | শাহানারা ঝরনা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
অনুভব | শাহানারা ঝরনা অনুভব | শাহানারা ঝরনা

ক, একটা গাছে সবুজ পাতা অন্যটা যে খালি 

তারই পাশে নেশার ঘোরে ঘুমোয় বনমালী 

ভাল্লাগে না আর,

বোধ হারালে কেউ ফিরে তা পায় কি পুনর্বার?

খ, বন দেবীকার পায়ের নিচে পিষ্ট হলো ফুল 

একবারও সে দেখল না তা, নয় কি এ তার ভুল?

হয়তো সেই-ই ঠিক 

তাইতো এমন অসংগতি চলছে চারিদিক!

গ, মন আকাশে নিত্য জ্বলে স্বপ্নেরই শুকতারা

ওসব দেখার পাইনে সময় চলছি দিশেহারা 

পুড়ছে মেধার ঘর 

নষ্ট বোধের ক্ষরণ নিয়েই ছুটছি নিরন্তর।

ঘ, হৃদয় পাড়ার পাঠশালাতে কে পাঠাল চিঠি?

চিঠির পাতায় একখানি মুখ হাসছে  মিটি মিটি

বলি তারে শোন,

তুই কি আমার বিবেক, নাকি গণতন্ত্রের বোন?

ঙ, একটা জীবন চলছে কেমন সবই কি আর বুঝি?

বুঝতে গিয়েই হাজার রকম মোহরদানা খুঁজি 

খুঁজেও কি সব পাই?

পেলেও দেখি হারিয়ে গেছে, আমার কাছে নাই!

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।