লালনের গান | মন্ময় মন্ডল
লাল সমুদ্রের কিনারে দাঁড়িয়ে আমি
শুনতে চেয়েছিলাম শঙ্খচিলের উত্থান আখ্যান
কোনো উজ্জীবন ধ্বনি আমার কর্ণকুহরে বাজেনি
যতক্ষণ গ্রন্থকীট অসার বৃক্ষ করেছে নিধন।
পিচঢালা পথে বর্ষাজলে কাদা নেই
আজ আমার ইচ্ছে করছে কাদা মাখতে
রাধার মতো। রাধার মতো কাদা মেখে
ঝাঁপ দেবো যমুনার জলে।
সহসা ডেকে বলল কৃষ্ণাঙ্গ বন্ধু এক আফ্রিকার;
“তার চেয়ে কিছু বেদনা নিয়ে-
লালনের গান শোনো, দেখবে,
‘লোকের পাশে লোক’ দাঁড়ানো দেশের পাশে দেশ
নাফের জলে ভাসবে না আর রক্তমাখা কেশ। ”
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
এসএনএস
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।