শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর অবিন্তা গ্যালারিতে খ্যাতিমান এই শিল্পীর চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
উদ্বোধনী বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, এটা একটি ভালো উদ্যোগ আমাদের দেশের জন্য।
![সৈয়দ জাহাঙ্গীরের একক চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান/ ছবি: কাশেম হারুন](http://www.banglanews24.com/media/imgAll/2016October/bg/Abinta-Gallery-120171111220609.jpg)
‘বালু ও নৌকা’, ‘নবান্ন’, ‘মাটি কাটা’, ‘সুখ নীড়’, ‘ভূমিদস্যুদের বর্বরতা’, ‘পথচলা’, ‘শাপলা’, ‘ফেরি ঘাট’, ‘স্বাধীনতা উদযাপন’, ‘অপেক্ষা’, ‘পরিবেশ’, ‘নারী শ্রমিক’, ‘ঘরে ফেরা’, ‘নদী দখল’, ‘চাঁদনী রাতে জোয়ার’, ‘আত্মরক্ষার্থে রোহিঙ্গা’ প্রদর্শনীতে স্থান পাওয়া উল্লেখযোগ্য চিত্রকর্ম।
প্রদর্শনী ১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে (সোমবার ব্যতীত)।
অবিন্তা গ্যালারি অব ফাইন আর্টসের চেয়ারপারসন নিলু রওশন মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী সৈয়দ জাহাঙ্গীর, বার্জার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রুপালী চৌধুরী, হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহত অবিন্তা কবীরের মা রুবা আহমেদ।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
এএম/এমজেএফ