ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

বাংলা সাহিত্যে আবদুল কাদিরের অবদান স্মরণযোগ্য

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
বাংলা সাহিত্যে আবদুল কাদিরের অবদান স্মরণযোগ্য বক্তব্য দিচ্ছেন এমিরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। ছবি: জি এম মুজিবুর/ বাংলানিউজ

ঢাকা: বাংলা সাহিত্যে কবি, ছান্দসিক ও নজরুল গবেষক আবদুল কাদিরের অবদান স্মরণযোগ্য। তার সাহিত্যচর্চা আমাদেরকে অনেক দূর এগিয়ে দিয়েছে। এখন তাকে আমরা স্মরণ করলে আমরা নিজেরাই লাভবান হবো বলে মন্তব্য করেছেন এমিরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান।

শনিবার (২৩ ডিসেম্বর) বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে ‘কালের ধ্বনি’র ‘কম চেনা বড় মানুষ’ সংখ্যার মোড়ক উন্মোচনকালে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক হাবিবা আর রহমান, অধ্যাপক সলিমুল্লাহ খান, প্রাবন্ধিক মামুন সিদ্দিকী।

স্বাগত বক্তব্য দেন অধ্যাপক রোকসানা কাদির ও কালের ধ্বনির সম্পাদক ইমরান মাহফুজ।

‘কালের ধ্বনি’র ‘কম চেনা বড় মানুষ’ সংখ্যার মোড়ক উন্মোচন করছেন অতিথি ও আলোচকরা।                                          ছবি: জি এম মুজিবুর/ বাংলানিউজকালের ধ্বনির এ সংখ্যায় অধ্যাপক আব্দুল কাদিরের ছন্দ-কবিতা, গবেষণা, সম্পাদনা, নজরুল গবেষণা, সাহিত্য, জীবন দর্শন ও সাময়িকী সম্পাদনা বিষয়ে মোট ৭১টি প্রবন্ধ স্থান পেয়েছে। এছাড়া রয়েছে আবদুল কাদিরকে লেখা বাংলা সাহিত্যের বিশিষ্ট লেখকদের দুর্লভ ১১১টি চিঠি, সাক্ষাৎকার ও স্মৃতিচারণ।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
এইচএমএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।