ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

জাদুঘরে মুনমুন আহমেদের কত্থক নৃত্য সোমবার

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
জাদুঘরে মুনমুন আহমেদের কত্থক নৃত্য সোমবার মুনমুন আহমেদ

ঢাকা: রাজধানীর জাতীয় জাদুঘরে আয়োজন করা হয়েছে নৃত্যশিল্পী মুনমুন আহমেদের কত্থক নৃত্য পরিবেশনা। আয়োজন করেছে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার। অনুষ্ঠিত হবে ২৯ জানুয়ারি সোমবার সন্ধ্যা ৬টায়।

অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।

নৃত্যশিল্পী মুনমুন আহমেদ ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের একজন নৃত্য প্রশিক্ষক।

ভারতীয় হাই কমিশন প্রাঙ্গণে তিনি কত্থক নৃত্যের উপর একটি ছয় মাসব্যাপী কোর্স পরিচালনা করেন।  

কোর্স শেষে এতে অংশ নেওয়া ছাত্র-ছাত্রীদের হাতে সার্টিফিকেট তুলে দেন বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।