ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

'আহমদ ছফার সংসার' গ্রন্থের মোড়ক উন্মোচন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
'আহমদ ছফার সংসার' গ্রন্থের মোড়ক উন্মোচন 'আহমদ ছফার সংসার' গ্রন্থের মোড়ক।

ঢাকা: তরুণ রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক মোহাম্মদ আলম চৌধুরীর গবেষণা গ্রন্থ 'আহমদ ছফার সংসারে'র মোড়ক উন্মোচন করা হবে ।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামের বাতিঘরে এ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন, চট্টগ্রাম ইনডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহফুজুল হক চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ড. শিরিণ আখতার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বাংলানিউজটোয়েন্টিফোরডট কমের কন্ট্রিবিউটিং এডিটর প্রফেসর ড. মাহফুজ পারভেজ।

প্রকাশক 'তৃতীয় চোখ'র সম্পাদক আলি প্রয়াস জানান, মনীষী আহমদ ছফা (জুন ৩০, ১৯৪৩ - জুলাই ২৮, ২০০১) বিষয়ক গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করবে এ গ্রন্থের।

যা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের তরুণ অধ্যাপক ও আহমদ ছফা সেন্টারের পরিচালক মোহাম্মদ আলম চৌধুরীর দীর্ঘদিনের শ্রমসাধ্য গবেষণার ফসল।

বাংলাদেশ সময়: ০৫৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।