সোনালী আঁশের সঙ্গে সোনার বাংলাদেশের রয়েছে অনন্য এক সম্পৃক্ততা। বাংলার সঙ্গে সোনালী এ আঁশের আছে ঐহিত্য।
আগামী ৬মার্চ জাতীয় পাট দিবস উপলক্ষে রোববার (৪ মার্চ) সন্ধ্যায় বস্ত্র ও পাট মন্ত্রণালয় আয়োজন করে ‘কবিতা পাঠের আসর’। জাতীয় জাদুঘরে এ আয়োজনের উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।
‘এমন অনুষ্ঠান আগে কখনো এসেছি বলে মনে হচ্ছে না! পাট বাংলার অন্যতম এক ঐতিহ্য; আর সে পাট নিয়ে জাতীয় পর্যায়ের কবিদের কবিতা আবৃত্তি। সত্যিই চমৎকার আয়োজন। পাটের সঙ্গে কবিতার মিলবন্ধন কিভাবে ঘটেছে, তা দেখার বিশেষ আগ্রহ জন্মাচ্ছে! বলছিলেন সংস্কৃতি মন্ত্রী।
সংস্কৃতি মন্ত্রী বলেন, বাংলাদেশে পাটের ইতিহাস ও ভূমিকা অনন্য। সমগ্র পৃথিবীতে এর ব্যবহার বেড়েছে। কারুপণ্যের দোকানগুলোতে গেলে এখন পাটের বহুবিধ ব্যবহার লক্ষ্য করা যায়। আর বিশ্বে যে পরিমাণ পাট ও পাটজাত পণ্য দেখতে পাওয়া যায়, তার একটি বড় অংশ রফতানি করে বাংলাদেশ।
এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মির্জা আজম ও অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব ফয়জুর রহমান।
সভাপতি তার বক্তব্যে বলেন, বর্তমান প্রজন্মের অনেক শিশুই পাটের সঙ্গে পরিচিত নয়। কালের বিবর্তনে তা আজ বিলুপ্ত হতে চলেছে। দুর্দশাগ্রস্ত পাটখাতকে টেনে তোলার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এটা করতে পারলে আমরা পরবর্তী প্রজন্মমের জন্য কিছু রেখে যেতে পারবো।
আসরে কবি নির্মলেন্দু গুণ, নুরুল হুদা, অসীম সাহা, কাজী রোজী, রেজাউদ্দিন স্টালিন, আসলাম সানীসহ ৫০ জন কবি পাট বিষয়ক কবিতা পাঠ করেন।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৮
এইচএমএস/ওএইচ/