ঝরাপাতা আমি, বসন্ত তুমি।
প্রশ্নবিদ্ধ বেঁচে থাকার মানে কী?
কিন্তু কেউ কেউ বেঁচে থাকতে চায়, এভাবেই।
বেঁচে থাকে কেউ, আজীবন থাকে।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
এসএনএস
প্রশ্নবিদ্ধ বেঁচে থাকা | আবু আফজাল মোহা. সালেহ
ঝরাপাতাদের কিছুদিন বসন্ত থাকে,
শুনি, হাওয়ায় বসন্ত।
তোমার কাছে এলেই বিউগলের সুর বাজে,
করুণ, বিষণ্ন।
ঝরাপাতা আমি, বসন্ত তুমি।
প্রশ্নবিদ্ধ বেঁচে থাকার মানে কী?
কিন্তু কেউ কেউ বেঁচে থাকতে চায়, এভাবেই।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
এসএনএস